আসছে এলজি স্টাইলো ৩ (স্টাইলাস ৩), সাথে আসছে নতুন কে১০, কে৮, কে৪ এবং কে৩ স্মার্টফোন

বৃহস্পতিবার, ডিসেম্বর 22 2016 এলজি গতকাল বেশ কয়েকটি নতুন অ্যানড্রয়েড স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে আছে স্টাইলো ৩ (স্টাইলাস ৩) এবং নতুন ভাবে আসা কে সিরিজের কে১০, কে৮, কে৪ ও কে৩ স্মার্টফোন। ফোনগুলি আগামী জানুয়ারীতে অনুষ্ঠিতব্য সিইএস ২০১৭ এ প্রদর্শিত হবে।

আসছে এলজি স্টাইলো ৩ (স্টাইলাস ৩), সাথে আসছে নতুন কে১০, কে৮, কে৪ এবং কে৩ স্মার্টফোন
আসছে এলজি স্টাইলো ৩ (স্টাইলাস ৩), সাথে আসছে নতুন কে১০, কে৮, কে৪ এবং কে৩ স্মার্টফোন


এলজি স্টাইলো ৩ হলো একটি মধ্য মানের বড় হ্যান্ডসেট যাতে চলছে অ্যানড্রয়েড ৭.০ নুগেট। এই ফোনটিতে থাকবে একটি স্টাইলাস পেন। এই পেনটি এখন অনেক উন্নত করা হয়েছে, বর্তমানে এতে প্রাপ্ত পরামর্শ অনুযায়ী ১.৮ মিমি ডায়ামিটার ফাইবার-টিপ লাগানো হয়েছে। এতে আছে ৫.৭ ইঞ্চি আকারের ৭২০ * ১২৮০ পিক্সেলের স্ক্রিন, অক্টা-কোর মিডিয়াটেক এমটি৬৭৫০ প্রসেসর, ৩জিবি র‌্যাম ও ১৬ জিবি বর্ধনশীল সংরক্ষণ ক্ষমতা। এর সামনে ও পেছনে থাকবে যথাক্রমে ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ব্যাটারি হবে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। ১৪৯ গ্রাম ওজনের ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যুক্ত থাকবে।

নতুন কে সিরিজের ফোনগুলির মধ্যে থাকছে ৪টি মডেলের ফোন - কে১০, কে৮, কে৪ এবং কে৩। এখন থেকে এলজি আর তার ফোনসেটগুলির নামের সাথে ‘২০১৭’ যুক্ত করবে না। এ সিদ্ধান্তের কারণে অনেক ক্রেতা বিভ্রান্ত হতে পারেন কারণ কে১০, কে৮, কে৪ এবং কে৩ নামের ফোনগুলি এ বছরেও অবমুক্ত হয়েছে। যা হোক আনন্দের বিষয় যে, কে১০ ও কে৮ চালাবে অ্যানড্রয়েড ৭.০ নুগেট। তবে দুঃখের বিষয় কে৪ ও কে৩ আসবে অ্যানড্রয়েড ৬.০.১ মাশম্যালো সাথে নিয়ে।
share on