স্যামসাং গ্যালাক্সি এস৮ এ থাকবে না হোম কি ও ডিসপ্লেকে ঘিরে বাড়তি অংশ?

Sunday, December 11 2016 স্যামসাং এর ফোনগুলিতে অনেকদিন ধরেই আমরা হোম কি এর অবস্থান দেখতে পাচ্ছি। তবে নতুন এক প্রতিবেদন বলছে যে, আসন্ন গ্যালাক্সি এস৮ এ আর এই হোম কি এর উপস্থিতি থাকবে না। এর স্ক্রিনও হবে ফোনের উপরি অংশের পুরোটা জুড়ে। একে ঘিরে কোন বাড়তি অংশ থাকছে না।

স্যামসাং গ্যালাক্সি এস৮ এ থাকবে না হোম কি ও ডিসপ্লেকে ঘিরে বাড়তি অংশ?
স্যামসাং গ্যালাক্সি এস৮ এ থাকবে না হোম কি ও ডিসপ্লেকে ঘিরে বাড়তি অংশ?


এর কন্ট্রোল কিগুলি ভার্চূয়াল হবে। এ জন্যে এই ফোনে থাকছে কোয়ালকমের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার প্রযুক্তি। এই কিগুলি গ্লাসের নিচে লুকানো অবস্থায় থাকতে পারে। আমরা শীওমি মি ৫ এস ও মি মিক্স এ এ ধরণের প্রযুক্তির ব্যবহার দেখেছি।

গ্যালাক্সি এস৮ এর স্ক্রিন হবে সুপার অ্যামোলেডযুক্ত। পেনটাইলের পরিবর্তে এতে দেয়া হবে ফুল আরজিবি ম্যাট্রিক্স। আমরা এতে শুধু মাত্র বাঁকানো প্রান্তের ৫.১ বা ৫.৫ ইঞ্চির ডিসপ্লে দেখতে পাবো।

স্যামসাং এর একটি আভ্যন্তরীন সূত্র থেকে জানা গেছে যে, তারা আগামী মার্চ মাসে গ্যালাক্সি এস৮ অবমুক্ত করবে। অবশ্য এটা এপ্রিল মাসেও হতে পারে। এইচএমসি ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ এর একজন বিশ্লেষক মন্তব্য করেছেনে যে, ফোনে নতুন কি হার্ডওয়্যার দেয়া হলো তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলি ব্যবহারের জন্যে কতোটা নিরাপদ।

গুজবে জানা গেছে যে, নতুন ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপের বদলে থাকবে ভিভ ল্যাবের তৈরি উন্নত সফটওয়্যারযুক্ত ইন-হাউজ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট।
share on