এলজি ইউ আসছে অক্টা-কোর সিপিইউ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে

শনিবার, অক্টোবর 29 2016
এলজি ইউ আসছে অক্টা-কোর সিপিইউ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে
এলজি ইউ আসছে অক্টা-কোর সিপিইউ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে


এলজি একটি নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই নতুন ডিভাইসটিতে শক্তি সঞ্চার করবে একটি অক্টা-কোর ১.১৪ গিগাহার্টজ প্রোসেসর। এতে আরো থাকছে একটি ৫.২ ইঞ্চি আকারের ফুল এইচডি ডিসপ্লে ও ৩২ জিবি আভ্যন্তরীন সংরক্ষণ ক্ষমতা। অবশ্য ব্যবহারকারী প্রয়োজনে এর সংরক্ষণ ক্ষমতা বাড়িয়ে নিতে পারবেন।

এলজি ইউ নামের হ্যান্ডসেটটিতে সংযুক্ত করা হবে একটি ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। অন্যদিকে এর সামনের অংশে থাকবে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেটটির সম্পূর্ণ আকার ১৪৭ * ৭৩.২ * ৭.৭ মিমি এবং এর ওজন হবে ১৩৫ গ্রাম। এলজি ইউ চালাবে অ্যানড্রয়েড ৬.০ মাসম্যালো। আর এতে দেয়া হবে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি।

তিনটি ভিন্ন রঙ থেকে ক্রেতারা তাদের পছন্দের সেটটি বেছে নিতে পারবেন যার মধ্যে থাকবে সাদা, কালো ও গোলাপি। এটি কিনতে খরচ করতে হবে প্রায় ৩৪৫ ডলার। এ মাসের মধ্যে অর্থাৎ আগামী ২ দিনের মধ্যেই ফোনটি দক্ষিণ কোরীয়ার বাজারে বিক্রির জন্যে চলে আসবে। তবে পৃথিবীর অন্যান্য বাজারের কবে এর দেখা মিলবে সে সম্পর্কে কোম্পানিটি এখনও কোন তথ্য দেয়নি।
share on