আসছে ৩ নভেম্বর হুয়েই একটি নতুন ফ্ল্যাগশীপ ফোনের ঘোষণা দিবে, সম্ভবত ফোনটি হবে মেট ৯

শুক্রবার, সেপ্টেম্বর 30 2016 হুয়েই এর আয়োজনে জার্মানীর মিউনিখ শহরে আগামী ৩ নভেম্বর একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হুয়েই তার এ অনুষ্ঠানের জন্যে অতিথিদের এরই মধ্যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। তাই নিশ্চিত করে বলা যায় যে, কোম্পানিটি এই দিনে তাদের একটি নতুন ফ্ল্যাগশীপ অবমুক্ত করবে। হতে পারে সেই নতুন ফোনটি হবে মেট৯। অবশ্য হুয়েই এখনও ফোনটির কোন বৈশিষ্ট্য সম্পর্কে কোন তথ্য দেয়নি।

আসছে ৩ নভেম্বর হুয়েই একটি নতুন ফ্ল্যাগশীপ ফোনের ঘোষণা দিবে, সম্ভবত ফোনটি হবে মেট ৯
আসছে ৩ নভেম্বর হুয়েই একটি নতুন ফ্ল্যাগশীপ ফোনের ঘোষণা দিবে, সম্ভবত ফোনটি হবে মেট ৯


হুয়েই মেট৯ একটি সুন্দর আকর্ষণীয় বড় আকারের স্মার্টফোন বলে ধারণা করা হয়। এমন ধারণার পিছনে যুক্তি হলো হুয়েই মেট৮-ও বেশ বড় আকারেরই ছিল।

তবে শোনা গেছে যে, মেট৯ এ থাকবে একটি ৫.৯ আকারের কোয়াডএইচডি (১৪৪০ * ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে, সম্পূর্ণ ধাতুর তৈরি বডি এবং একটি লেইকা-ব্যান্ডের ডুয়েল ক্যামেরা। আশা করা হচ্ছে নতুন ফোনটিতে শক্তি সঞ্চার করবে অক্টা-কোর হাইসিলিকন কিরিন ৯৬০ প্রসেসর, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি, ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতা।

মেট ৮ এর কথা স্মরণ করে বলা যায় যে, ফোনটির ডিজাইন ও ব্যাটারির ক্ষমতা ক্রেতারা পছন্দ করলেও ফোনটির ডিসপ্লে, ক্যামেরা ইত্যাদিন নিয়ে তারা সন্তুষ্ট হতে পারেননি। আশা করা যায় যে, মেট৯ এ সব দিক থেকে ভালো রকম উন্নতি নিয়ে আসবে।
share on