নোট সেভেন ব্যর্থতা: পরিবর্তন আসছে স্যামসাং নেতৃত্বে

মঙ্গলবার, সেপ্টেম্বর 13 2016
জে ওয়াই লি - ভাইস-চেয়ারম্যান, স্যামসাং
জে ওয়াই লি - ভাইস-চেয়ারম্যান, স্যামসাং


শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৭০টির বেশি ব্যাটারি অস্বাভাবিক উত্তপ্ত হওয়ার ঘটনায় বাজার থেকে গ্যালাক্সি নোট সেভেন প্রত্যাহারে বাধ্য হয় স্যামসাং। ধারণা করা হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে বড় পরিবর্তন আসছে স্যামসাং নেতৃত্বে। বর্তমান চেয়ারম্যান লি কুন হি -এর পুত্র জে ওয়াই লি যোগ দিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির বোর্ড-এ। এর মাধ্যমে প্রায় দুইবছর ধরে হাসপাতালে শয্যাশায়ী বর্তমান চেয়ারম্যান লি কুন হি-র পদের স্থলাভিষিক্ত হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হলেন জে ওয়াই লি- এমনটাই মনে করা হচ্ছে।

জে ওয়াই লি ১৯৯১ সালে যোগ দেন স্যামসাং -এ। ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন ভাইস-চেয়ারম্যান হিসেবে। বর্তমানে ৪৮ বছর বয়সী জে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী অ্যাপল, হিউলেট-প্যাকার্ড, সনি -র সাথে একাধিক দ্বিপাক্ষিক চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। বর্তমানে কোম্পানির দু:সময়ে 'ক্রাইসিস ম্যান' ভূমিকায় তার সামর্থ্য কোম্পানিতে তার অবস্থান তৈরীতে ভবিষ্যতে নিয়ামক হয়ে উঠতে পারে।
share on