অ্যানড্রয়েড নুগেট চালানো প্রথম স্মার্টফোন এলজি ভি২০ - গুগল

মঙ্গলবার, আগস্ট 23 2016
অ্যানড্রয়েড নুগেট চালানো প্রথম স্মার্টফোন এলজি ভি২০ - গুগল
অ্যানড্রয়েড নুগেট চালানো প্রথম স্মার্টফোন এলজি ভি২০ - গুগল


এলজি আগেই জানিয়েছিল যে, তাদের আসন্ন ভি২০ ফোনটিতে চলবে অ্যানড্রয়েড ৭.০ নুগেট। যদিও আমরা তাদের কথা অবিশ্বাস করিনি তবুও আরেকটু বেশি নিশ্চিত হতে চেয়েছিলাম। গতকাল আমাদেরকে এ বিষয়ে নিশ্চিত করলো স্বয়ং গুগল।

গুগল তাদের নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সম্প্রতি অবমুক্ত হওয়া অ্যানড্রয়েড ৭.০ নগাট সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে। সেখানে তাদের তথ্যের নিচে তারা যে বক্তব্য যুক্ত করেছে তা বলছে যে, প্রথম অ্যানড্রয়েড নগাট যুক্ত স্মার্টফোন হিসেবে যদিও গুগল প্রথমে ভি২০ এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি তবে এখন বাস্তবা সেটাই হতে চলেছে। অবশ্য অনেক বেশি গুজবের জন্ম দেয়া এইচটিসি নেক্সাস হ্যান্ডসেট সম্পর্কে তারা ভালো ভাবেই জানতো যে, সেগুলি এ বছরের ৬ সেপ্টেম্বরের আগে অবমুক্ত হবে না। অন্যদিকে এলজি তাদের ভি২০ স্মার্টফোনটিকে ঐ তারিখে সান ফ্রান্সিসকোর বিশেষ আয়োজনে অবমুক্ত করতে যাচ্ছে।

এলজি এর ভি২০ কে কিছুদিন আগে অবমুক্ত হওয়া স্যামাসাং গ্যালাক্সি নোট৭ এর সাথে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এ হাড্ডাহাড্ডি লড়াইয়ে এলজি নিজেদের পক্ষে একটি বিষয়ে বিশেষ ভাবে বলতে পারবে যে, তারা তাদের ফোনসেটে সর্বাধুনিক অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে। তাদের ভি২০ তে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণটি। নোট ৭ সম্পর্কে অবশ্য স্যামসাং আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে, তাদের প্রত্যাশা আগামী ২/৩ মাসের মধ্যে তারা এই সেটে অ্যানড্রয়েড আপডেট করে দিবে। তাই দেখা যাচ্ছে এলজি তাদের নতুন অপারেটিং সিস্টেমযুক্ত ফোনের সংস্করণটি ক্রেতা সাধারণকে উপহার দেয়ার জন্যে হাতে পর্যাপ্ত সময় পাবে। আশা করা হচ্ছে এলজি ভি২০ আগামী ২৩ সেপ্টেম্বর বাজারে আসবে এবং এর জন্যে প্রি-অর্ডার নেয়া শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।
share on