২৩ আগষ্ট ইন্ডিয়ায় স্যামসাং এর সংবাদ সম্মেলন - টাইজেন চালিত জেড২ অবমুক্তির প্রত্যাশা

সোমবার, আগস্ট 22 2016
২৩ আগষ্ট ইন্ডিয়ায় স্যামসাং এর সংবাদ সম্মেলন - টাইজেন চালিত জেড২ অবমুক্তির প্রত্যাশা
২৩ আগষ্ট ইন্ডিয়ায় স্যামসাং এর সংবাদ সম্মেলন - টাইজেন চালিত জেড২ অবমুক্তির প্রত্যাশা


স্যামসাং ইন্ডিয়ায় আগামী ২৩ আগষ্ট একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ইতোমধ্যেই অতিথিদের ঠিকানায় তাদের আমন্ত্রণ পত্র যাওয়া শুরু করেছে। তবে তারা সে আমন্ত্রণ পত্রে অনুষ্ঠানের মূল বিষয় বা উদ্দেশ্য কী সে কথা উল্লেখ করেনি। তবে অনেকেই ধারণা করছেন যে, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি ঐ দিন সে বিশেষ অনুষ্ঠানে টাইজেন চালিত জেড২ কে সকলের সাথে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে।

কিছুদিন আগে স্যামসাং এর প্রকাশিত একটি ভিডিও যাকে অনেকটা আনুষ্ঠানিক ভিডিও বলা যায় তাতে জানানো হয়েছে যে, জেড ২ তে শক্তি সঞ্চার করবে একটি কোয়াড-কোর ১.৫ গিগাহার্টজের সিপিইউ এবং তাতে থাকবে ৫ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। ফোনটিতে আগে থেকেই মাই মানি ট্রান্সফার অ্যাপটি প্রি-লোড করা থাকবে। জেড ২ এর ক্যামেরা অল্প আলোতেও ফ্লাশলাইটের উজ্জ্বলতার কারণে উন্নত মানের ছবি তুলতে পারবে।

এছাড়াও ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৩.৯৭ ইঞ্চি অথবা ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, একটি ভিজিএ সেলফি ক্যামেরা এবং ১জিবি/৮জিবি মেমোরী। এটি সচল রাখবে ১৫০০ বা ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
share on