মাইক্রোম্যাক্স অবমুক্ত করলো কাঠের নকশার ক্যানভাস ৫ লাইট এর বিশেষ সংস্করণ

বৃহস্পতিবার, আগস্ট 18 2016
মাইক্রোম্যাক্স অবমুক্ত করলো কাঠের নকশার ক্যানভাস ৫ লাইট এর বিশেষ সংস্করণ
মাইক্রোম্যাক্স অবমুক্ত করলো কাঠের নকশার ক্যানভাস ৫ লাইট এর বিশেষ সংস্করণ


মাইক্রোম্যাক্স ৯ মাস আগে তাদের ক্যানভাস ৫ নামের স্মার্টফোনটি অবমুক্ত করেছিল। এখন এই ৯ মাস পরে এসে তারা এই ডিভাইসটির একটি বিশেষ ‘লাইট’ সংস্করণ অবমুক্ত করলো। নিজেদের ওয়েবসাইটে মাইক্রোম্যাক্স তাদের ক্যানভাস ৫ লাইটের যে বর্ণনা দিয়েছে তাতে বলা হয়েছে যে, এই হ্যান্ডসেটটিতে শক্তিসঞ্চার করেছে কোয়াড-কোর ১.০ গিগাহার্টজ প্রসেসরযুক্ত মিডিয়াটেক চিপসেট (এমটিকে ৬৭৩৫পি)। ফোনটিতে দেয়া হয়েছে একটি ৫ ইঞ্চি আকারের এইচডি ডিসপ্লে।

ওয়েবসাইটটিতে মোবাইল ফোনসেটটি সম্পর্কে আরো বলা হয়েছে যে, এতে থাকবে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি সংরক্ষণ ক্ষমতা। অবশ্য ওয়েবসাইটটিতে দেয়া তালিকায় ২জিবি র‌্যাম ও ১৬ জিবি সংরক্ষণ ক্ষমতা সম্পন্ন ফোনের কথাও উল্লেখ আছে।

কাঠের নকশাওয়ালা কাভারের ক্যানভাস ৫ লাইটে আছে ২টি ক্যামেরা - এর পেছন দিকে দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আর সামনে আছে ৫ মেগাপিক্সেলের বিশেষ ক্যামেরা। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যানড্রয়েড ৫.০ ললিপপ। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের অন্যতম হলো ২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এতে থাকবে ৪জি এলটিই ব্যবহারের সুবিধা। এতো কিছু বলা হলেও মাইক্রোম্যাক্স এর মূল্য সম্পর্কে গ্রাহকদের কোন ধারণা দেয়নি।
share on