এলজি ভি২০ এর ছবি অনলাইনে, সাথে আছে ডুয়েল-ক্যামেরা

বুধবার, আগস্ট 10 2016 এলজি আনুষ্ঠানিক ভাবে তাদের ভি ২০ এর বেশ কিছু তথ্য আমাদের জানিয়েছে। সে অনুযায়ী এই ফোনে আছে অ্যানড্রয়েড ৭.০ নগাট। আর হ্যান্ডসেটটি এই প্রান্তিকের মধ্যেই বাজারে আসবে। এলজি’র তথ্য বলছে আগামী ৬ সেপ্টেম্বর সান ফ্রান্সিকোতে সেটটি অবমুক্ত করা হবে।

এলজি ভি২০ এর ছবি অনলাইনে, সাথে আছে ডুয়েল-ক্যামেরা
এলজি ভি২০ এর ছবি অনলাইনে, সাথে আছে ডুয়েল-ক্যামেরা


এ পর্যন্ত এলজি ভি ২০ নিয়ে গুজবও কম হয়নি। গুজব থেকে জানা গেছে যে, এ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ চিপ, ৪ জিবি র‌্যাম, ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি স্ক্রিন এবং ১৬০ * ১০৪০ পিক্সেলযুক্ত সেকেন্ডারি ডিসপ্লে।

প্রাপ্ত তথ্য থেকে যতোটুকু ধারণা করা যায় তাতে এটা স্পষ্ট যে, ভি ২০ তে থাকবে একটি ডুয়েল-ক্যামেরা। হয়তো ক্যামেরাটি হবে এলজি জি৫ এর ক্যামেরার অনুরুপ।

ভি ২০ এর নিচের অংশ এমন ভাবে ডিজাইন করা যাতে তা অপসারণ করা যেতে পারে। ঠিক যেমনটি ছিল এলজি জি৫ এ। তবে এ সব কথার পুরোটাই ধারণাপ্রসূত। এমন না হওয়ার পেছনে বড় যুক্তিও আছে। কারণ যেহেতু এলজি জি৫ তেমন করে গ্রাহকদের মন জয় করতে পারেনি, তাই এর নির্মাতা এলজি তাদের নতুন ফোনে একই বৈশিষ্ট্য নিয়ে উপস্থিত হবে এমন ভাবনাও গ্রহনযোগ্য নয়।

যাহোক, এলজি ভি২০ অবমুক্ত হওয়া এখন মাত্র এক মাসের বিষয়। তাই এখন ফোনটির বিষয়ে নিত্য নতুন খবর পাবো এমনটাই স্বাভাবিক।
share on