অ্যানড্রয়েড মাশম্যালো এখন ব্যবহৃত হচ্ছে ১৩.৩ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে

বৃহস্পতিবার, জুলাই 14 2016 গবেষণা বলছে যে, মাশম্যালোর জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি প্রকাশিত অ্যানড্রয়েডের এক প্রতিবেদনে জানা যায় গত জুনে সকল অ্যানড্রয়েড ডিভাইসগুলির মধ্যে ১৩.৩% এ মাশম্যালো ব্যবহার করা হয়েছে। মে, ২০১৬ এর চেয়ে ব্যবহার ১০.১% বৃদ্ধি পেয়েছে।

অ্যানড্রয়েড মাশম্যালো এখন ব্যবহৃত হচ্ছে ১৩.৩ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে, গত মাসে ব্যবহার বেড়েছে ১০.১ শতাংশ
অ্যানড্রয়েড মাশম্যালো এখন ব্যবহৃত হচ্ছে ১৩.৩ শতাংশ অ্যানড্রয়েড ডিভাইসে, গত মাসে ব্যবহার বেড়েছে ১০.১ শতাংশ


অবশ্য ললিপপ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানড্রয়েড সংষ্করণ। গত মাসেও ৩৫.১% সক্রিয় ডিভাইসে এটি ব্যবহৃত হয়েছে। জনপ্রিয়তায় ললিপপের পরেই আছে কিটক্যাট যা সংযুক্ত করা হয়েছে ৩০.১% পন্যে।

ললিপপ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানড্রয়েড সংষ্করণ
ললিপপ এখন সবচেয়ে বেশি জনপ্রিয় অ্যানড্রয়েড সংষ্করণ


এর আগের অ্যানড্রয়েড সংস্করণগুলির ব্যবহার ক্রমে ক্রমে বিলুপ্ত হচ্ছে যদিও দেখা যাচ্ছে ৬ বছরের পুরানো অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ফ্রয়ো এখনো টিকে আছে। গত জুনেও ০.১% ডিভাইসে ফ্রয়ো দেয়া হয়েছে।

আসলে অ্যানড্রয়েড সংস্করণের কোনটি কতোটা ব্যবহার করা হলো এটা তেমন কোন গুরুত্বপূর্ণ বিষয় থাকে না যখন আমরা একে গুগলের প্লে সার্ভিসের সাথে তুলনা করি যেখানে পরবর্তী সংস্করণটির পাওয়া যায় উন্নততর বৈশিষ্ট্যসহ।

তবে তা যা হোক না কেন, আমরা অ্যানড্রয়েড ৭.০ নুগেট দেখার অপেক্ষায় আছি যা এ বছরের শেষ নাগাদ আমাদের সামনে উপস্থাপিত হবে।
share on