শীওমি এপ্রিলে চীনের স্মার্টফোন বাজারের ২৬ শতাংশ দখল করে নিয়েছে, আর অ্যাপেল করেছে ৮.২ শতাংশ

Tuesday, May 31 2016
শীওমি এপ্রিলে চীনের স্মার্টফোন বাজারের ২৬ শতাংশ দখল করে নিয়েছে, আর অ্যাপেল করেছে ৮.২ শতাংশ
শীওমি এপ্রিলে চীনের স্মার্টফোন বাজারের ২৬ শতাংশ দখল করে নিয়েছে, আর অ্যাপেল করেছে ৮.২ শতাংশ


গত এপ্রিল মাসের গবেষণার ফলাফল অনুযায়ী চীনে স্মার্টফোন বিক্রিতে সবচেয়ে এগিয়ে আছে শীওমী। তারা সেখানকার স্মার্টফোন বাজারের ২৬% দখল করতে সক্ষম হয়েছে। পাঠক, জানেন হয়তো যে, চীনের লোকেরাই পৃথিবীতে সবচেয়ে বেশি স্মার্টফোন ব্যবহার করছেন। অবশ্য তাদের এই ফোন ব্যবহারের হার বৃদ্ধি ধীরে ধীরে কমে আসছে। আর তার কারণটা স্পষ্ট - কেননা এরই মধ্যে প্রায় প্রত্যেক চীনা নাগরিকের হাতেই একটি করে স্মার্টফোন পৌঁছে গেছে।

চীনের প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান শিনো’র প্রধান নির্বাহী কর্মকর্তা তার উইবো পেজে গতকাল একটি চার্ট শেয়ার করেছেন। তাতেই উঠে এসেছে শীওমির ফোন ব্যবহার সংক্রান্ত ঐ তথ্য। চীনের মানুষ সবচেয়ে বেশি শীওমি স্মার্টফোন ব্যবহার করছেন (২৬%)। এর পরেই আছে হুয়েই এর অবস্থান। তাদের ফোন ব্যবহার করছেন ১৫.৭% মানুষ। আন্তর্জাতিক বিশ্বে তুলণামূলক কম পরিচিত লিটিভি ১০.৫% মার্কেট শেয়ার দখল করে আছে তৃতীয় স্থানে।

গত জানুয়ারী থেকে মার্চের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে, বৃহত্তর চীনে অ্যাপেল তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না। অঞ্চলটিতে ঐ সময়ে আইফোন বিক্রি ২৬% কমে গেছে। গত এপ্রিলে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি চীনা বাজারের মাত্র ৮.২% ধরে রাখতে সমর্থ্য হয়েছে। বৃহত্তর চীনের বাজারে অন্তর্ভূক্ত আছে চীন, হংকং, ম্যাকাও ও তাইওয়ান।

লক্ষনীয় বিষয় সারা পৃথিবীতে দাপিয়ে বেড়ানো স্যামসাং চীনের বাজারের মাত্র ৩.২% ধরতে পেরেছে। বলা যায় এই প্রতাপশালী প্রতিষ্ঠানটির অবস্থান তালিকার প্রায় শেষে। আর মেইজুর মার্কেট শেয়ার ৭%।
share on