শীওমি মি ম্যাক্স এর জন্যে ৮ মিলিয়নের বেশি অনলাইন রেজিস্ট্রেশন

রবিবার, মে 15 2016
শীওমি মি ম্যাক্স এর জন্যে ৮ মিলিয়নের বেশি অনলাইন রেজিস্ট্রেশন
শীওমি মি ম্যাক্স এর জন্যে ৮ মিলিয়নের বেশি অনলাইন রেজিস্ট্রেশন


চীনের উঠতি মোবাইল ফোন ব্র্যান্ড শীওমি নতুন ফোন বাজারে নিয়ে আসছে। এ সপ্তাহের শুরুতে তারা চীনে আসন্ন স্মার্টফোন মি ম্যাক্স অবমুক্ত করেছে। ফোনটি আগামি ১৭ মে থেকে বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে। তবে বিশেষ খবর হলো এরই মধ্যে ক্রেতাদের কাছ থেকে ফোনটির বিষয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে। অনলাইনে ফোনটির জন্যে রেজিস্ট্রেশন করেছেন ৮ মিলিয়নের বেশি ক্রেতা।

চীনের টুইটার প্রসিদ্ধ সাইট উইবো-তে দেয়া একটি পোস্ট আমাদেরকে এ সব খবর জানিয়েছে। তবে স্মরণ করা যায় যে, কোম্পানিটির পূর্ববর্তী ফোন মি ৫ এর জন্যে প্রথম বারের বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রেশণ করেছিলেন ১৪ মিলিয়ন ক্রেতা। অবশ্য মি৫ এবারকার মি ম্যাক্সের মতো সাধারণ কোন ফোন ছিল না, বরং তা ছিল কোম্পানিটির ফ্ল্যাগশীপ ফোন। সে কারণে তার প্রতি ক্রেতা সাধারণের আকর্ষণও ছিল কিছুটা বেশি।

আগেই বলা হয়েছে আগামি ১৭ মে স্ন্যাপড্রাগন ৬৫০ চিপসেট যুক্ত ৩২ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতার এই শীওমি মি ম্যাক্স ফোনটি বিক্রি শুরু হবে। ফলে স্বাভাবিক ভাবে ১৭ তারিখ আসার আগেই হ্যান্ডসেটটির জন্যে রেজিষ্ট্রেশনের সংখ্যা বাড়বে সে কথা নিশ্চিত করে বলা যায়। হতে পারে অচিরেই সংখ্যাটি ১০ মিলিয়নের ঘর স্পর্শ করেছে।
share on