সনি এবার এক্সপেরিয়া সি ও এম সিরিজের ফোন উৎপাদন বন্ধ করেছ - আসছে এক্সপেরিয়া এক্স

রবিবার, মে 15 2016
সনি এবার এক্সপেরিয়া সি ও এম সিরিজের ফোন উৎপাদন বন্ধ করেছ - আসছে এক্সপেরিয়া এক্স
সনি এবার এক্সপেরিয়া সি ও এম সিরিজের ফোন উৎপাদন বন্ধ করেছ - আসছে এক্সপেরিয়া এক্স


বিশ্বখ্যাত প্রযুক্তি পন্য নির্মাতা জাপানের সনি তাদের মোবাইল ফোন ব্যবসায় তেমন সুবিধা করতে পারছে না সে কথা সকলেরই জানা। কোম্পানিটি গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল যে, তারা তাদের এক্সপেরিয়া জেড সিরিজের ফোন উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন প্রতিষ্ঠানটি আবারো ঘোষণা দিতে যাচ্ছে যে, তারা এক্সপেরিয়া সি ও এম সিরিজের ফোন উৎপাদনও বন্ধ করে দিবে।

সম্প্রতি সনির কিছু প্রেজেন্টেশন স্লাইড ফাঁস হয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, প্রতিষ্ঠানটি ফ্ল্যাগশীপ মডেলের ফোনসহ কোন ফোনই তৈরি করবে না। বরং তারা নতুন করে এক্সেপেরিয়া এক্স সিরিজের সূচনা করতে যাচ্ছে। ২০১৮ পর্যন্ত চলবে এই নতুন সিরিজের প্রচার, প্রচারণা ও ব্যবহার।

ফাঁস হওয়া ছবি বলছে যে, জেড, সি ও এম সিরিজ বন্ধ করা হলেও এক্স লোগোটি সনি তাদের পণ্যের প্রসারের জন্যে প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে ব্যাপক হারে ব্যবহার করবে।

তবে পাঠকদেরকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন খবরটিকে গুজব বলেই ধরে নেন কেননা সনি এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
share on