অনার ভি৮ অবমুক্ত: থাকছে ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ও কিরিন ৯৫০ চিপ

বৃহস্পতিবার, মে 12 2016 হুয়েই গতকাল চীনে তাদের ফ্ল্যাগশীপ ফোন অনার ভি৮ অবমুক্ত করেছে। অনার সাব ব্র্যান্ডের এই ফোনটি আসছে কিরিন ৯৫০ চিপসেট ও পেছন ভাগে সংযুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ সাথে নিয়ে। ফোনটির ডিসপ্লের আকার হবে ৫.৭ ইঞ্চি । তবে ক্রেতা ফুলএইচডি ও কিউএইচডি রেজ্যুলুশনের মধ্য থেকে নিজের পছন্দের হ্যান্ডসেটটি বেছে নিতে পারবেন। অবশ্য দু’টো স্ক্রিনেই থাকছে আইপিএস প্যানেল ও ২.৫ডি গ্লাস।

অনার ভি৮ অবমুক্ত: থাকছে ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ও কিরিন ৯৫০ চিপ
অনার ভি৮ অবমুক্ত: থাকছে ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে ও কিরিন ৯৫০ চিপ


৪ জিবিযুক্ত ফোনসেটে একটি অক্টা-কোর সিপিইউ সম্বলিত কিরিন ৯৫০ চিপসেট থাকবে। কিউএইচডি ডিসপ্লের ফোনটিতে থাকবে ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতা। অন্যদিকে ফুলএইচডি এর সেটে সংরক্ষণ ক্ষমতা থাকবে মাত্র ৩২ জিবি।

পেছনে লাগানো দুটো ক্যামেরাই হবে ১২ মেগাপিক্সেল সেন্সরযুক্ত। এ কারণে সেটটি হুয়েই পি৯ এর মতো দেখতে হবে। এর সেন্সরে থাকবে এফ/২.২ অ্যাপার্চার, ডুয়াল-এলইডি ফ্ল্যাশ ও লেজার অটোফোকাস। যা হোক সামনের ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। পি৯ ফোনসেটটির সামনে লাগানো ক্যামেরার সাথে এর সামনের ক্যামেরাটিরও মিল আছে।

এই ফোনের সংযোগ সুবিধার মধ্য আছে এলটিই, ওয়াই-ফাই এক, ব্লুটুথ ৪.২ ও জিপিএস। ধাতব আবরণের এই ফোনের আকার হলো ১৫৭ * ৭৭.৬ * ৭.৭৫ মিমি ও এর ওজন ১৭০ গ্রাম। ফোনটিতে দেয়া হয়েছে একটি ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এর আছে ইউএসবি টাইপ-সি সংযোগ।

চীনের বাজারে ভি৮ এর মূল্য নির্ধারিত হয়েছে। ৩২ জিবির ফুলএইচডি স্ক্রিনের ফোনটির দাম হবে প্রয় ৩৫০ডলার। দ্রুতগতি সম্পন্ন অন্য সেটটির মূল্য হবে প্রায় ৪৩৯ ডলার।
share on