প্রথম বারের মতো গ্যালাক্সি সি৫ এর ছবি ফাঁস, আসছে ধাতব বডি নিয়ে

Friday, May 06 2016 পাঠক, আপনার মনে আছে কি কথিত গ্যালাক্সি সি৫ (স্যামসাং এসএম-সি৫০০০) এর তথ্য বেশ কয়েকবারই ফাঁস হয়েছে যার মাধ্যমে আমরা জানতে পেরেছি এর নানান বৈশিষ্ট্যের কথা? এবার শুধু তথ্য নয়, প্রথমবারের মতো ডিভাইসটির ফাঁস হয়ে যাওয়া ছবি দেখার সুযোগ পেলাম আমরা।

প্রথম বারের মতো গ্যালাক্সি সি৫ এর ছবি ফাঁস, আসছে ধাতব বডি নিয়ে
প্রথম বারের মতো গ্যালাক্সি সি৫ এর ছবি ফাঁস, আসছে ধাতব বডি নিয়ে


এই ছবি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, গ্যালাক্সি সি৫ এর শরীর হবে ধাতুতে তৈরি। আর এমনটিই আগে আমরা বাতাসে ভেসে বেড়ানো বিভিন্ন গুজবে শুনতে পেয়েছিলাম।

এখন একটু ফোনটির বৈশিষ্ট্যের কথা স্মরণ করতে চাই। এতে থাকবে স্ন্যাপপড্রাগন ৬১৭ চিপসেট যাতে যুক্ত আছে একটি অক্টা-কোর সিপিইউ। সাথে আরো থাকবেছ অ্যাড্রিনো ৪০৫ জিপিইউ, ৫.২ ইঞ্চির ডিসপ্লে, ৪ গিগাবাইট র‌্যাম এবং ডিভাইসটি চালাবে অ্যানড্রয়েড ৬.০.১ ম্যাশমালো।

গ্যালাক্সি সি৫ ছাড়াও স্যামসাং আরো একটি নতুন ফোন বাজারে আনার জন্যে অবরিত কাজ করে চলেছে। আর সেই ফোনটি হলো গ্যালাক্সি সি৭। আশা করা হচ্ছে সি সিরিজের এই দু’টি ফোনই এ মাসে অবমুক্ত হবে। অবশ্য হতে পারে ফোন দুটি আসছে শুধুমাত্র চীনের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে।
share on