আনটুটু’তে ১০এনএম প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক হেলিও এক্স৩০ পেল এক বিশাল স্কোর!

Thursday, April 28 2016 বিশ্লেষক প্যান জিউট্যাং উইবো’তে এক নতুন তথ্য প্রকাশ করেছেন আজ। তিনি জানিয়েছেন যে, ১০ এনএম উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে তৈরি হতে পারে মিডিয়াটেক হেইলো এক্স৩০ । তার বিশ্লেষণ অনুযায়ী হেলিও এক্স৩০ আসবে ১০টি সিপিইউ কোর সাথে নিয়ে, এতে কোরটেক্স-এ৩৫ ব্যবহার করা হবে নন-ডিমান্ডিং কাজে। আর গুরুভার সম্পন্ন কাজগুলি সারবে এখনো অবমুক্ত না হওয়া ‘আর্টিমিস’।

আনটুটু’তে ১০এনএম প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক হেলিও এক্স৩০ পেল এক বিশাল স্কোর!
আনটুটু’তে ১০এনএম প্রক্রিয়ায় তৈরি মিডিয়াটেক হেলিও এক্স৩০ পেল এক বিশাল স্কোর!


আরো কিছু তথ্য যোগ করে বলা যায় যে, ৮ গিগাবাইট পর্যন্ত সমর্থন দিতে পারবে এই এক্স৩০। এতে থাকবে একটি পাওয়ারভিআর জিপিইউ। উইবো’তে নিজের বক্তব্য তুলে ধরতে জিউট্যাং একটি প্রেজেন্টেশন স্লাইড প্রকাশ করেছেন। তাতে দেখানো হয়েছে যে, আনটুটু বেঞ্চমার্কে মিডিয়াটেক হেলিও এক্স৩০ স্ন্যাপড্রাগন ৮২০ কে ৩০,০০০ স্কোর পয়েন্ট পিছনে ফেলে মোট ১৬০,০০০ স্কোর পয়েন্ট অর্জন করেছে।

জানা গেছে যে, মিডিয়াটেক একটি বিশেষ পরিকল্পনা সামনে নিয়ে এখন কাজ করে যাচ্ছে। কোম্পানিটির উদ্দেশ্য ২০১৭ তে হেলিও এক্স৩০ হবে তাদের ফ্ল্যাগশীপ চিপসেট। এই বিশ্লেষকের মতে সে সময় পর্যন্ত প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি শক্তি ব্যবহারকে বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে।

এতো কিছু জানালেও কোন কোন ডিভাইসে হেলিও এক্স৩০ ব্যবহৃত হবে সে সম্পর্কে জিউট্যাং আমাদের কোনো ধারণা দেননি।
share on