মাইক্রোসফট ৩য় প্রান্তিকে মাত্র ২.৩ মিলিয়ন লুমিয়া ফোন বিক্রি করতে পেরেছে, বিক্রি হ্রাস ৭৩ শতাংশ

Saturday, April 23 2016
মাইক্রোসফট ৩য় প্রান্তিকে মাত্র ২.৩ মিলিয়ন লুমিয়া ফোন বিক্রি করতে পেরেছে, বিক্রি হ্রাস ৭৩ শতাংশ
মাইক্রোসফট ৩য় প্রান্তিকে মাত্র ২.৩ মিলিয়ন লুমিয়া ফোন বিক্রি করতে পেরেছে, বিক্রি হ্রাস ৭৩ শতাংশ


সম্প্রতি মাইক্রোসফট তাদের অর্থবছরের ৩য় প্রান্তিক ২০১৬ এর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা গেছে যে, এই প্রান্তিকে তাদের লুমিয়া ফোন বিক্রি হয়েছে মাত্র ২.৩ মিলিয়ন। গত বছরের এ প্রান্তিকের তুলনায় এই বিক্রি হ্রাসের পরিমাণ ৭৩%। ওয়াশিংটন ভিত্তিক রেডমন্ডের এই কোম্পানিটি এ পর্যন্ত মোট ৮.৬ মিলিয়ন লুমিয়া ফোন বিক্রি করতে পেরেছে। গত প্রান্তিকে মোট বিক্রির পরিমাণ ছিল ৪.৫ মিলিয়ন। এক প্রান্তিকের ব্যবধানে লুমিয়া বিক্রি কমেছে শতকরা ৫০ ভাগ।

শুধু যে লুমিয়া ফোনের বিক্রি কমেছে এমন নয়। মাইক্রোসফটের প্রতিবেদন আমাদের যে তথ্য দিচ্ছে তা হলো তারা ১৫.৭ মিলিয়ন লুমিয়া নয় এমন সব ডিভাইস বিক্রি হয়েছে। অথচ গত বছরের একই প্রান্তিকে এই বিক্রি ছিল ২৪.৭ মিলিয়ন। স্বাভাবিক ভাবেই বিশ্বখ্যাত এ কোম্পানিটির মোবাইল ফোন বিক্রয় হ্রাস তাদের অর্জিত মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ প্রান্তিকে তাদের মুনাফা কমে হয়েছে ৬৬২ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে মুনাফা হ্রাসের পরিমাণ হলো শতকরা ৪৭ ভাগ।
share on