এএম-সি৫০০০ এর পরে আরেকটি স্যামসাং সি সিরিজের হ্যান্ডসেটের সন্ধান লাভ

বুধবার, এপ্রিল 20 2016 আগেই শোনা গেছে স্যামসাং গ্যালাক্সি সি৫ এসএম-সি৫০০০ এর কথা। আমরা জেনেছি যে, এটিই হবে স্যামসাং এর নতুন ‘গ্যালাক্সি সি’ সিরিজ লাইন আপের প্রথম ফোন। নানান উৎস ও সূত্র থেকে এরই মধ্যে সি৫ এর বেশ কিছু তথ্য ও ছবি ফাঁস হয়েছে। আর এখন শোনা যাচ্ছে নতুন তথ্য। সাউথ কোরিয়ার এই কোম্পানিটি নাকি আরেকটি সি সিরিজের হ্যান্ডসেট নিয়ে কাজ করছে যেটির নাম হবে স্যামসাং গ্যালাক্সি সি৭ এসএম-সি৭০০০।

এএম-সি৭০০০ এর স্পেসিফিকেশনস
এএম-সি৭০০০ এর স্পেসিফিকেশনস


নতুন এই খবরটি প্রকাশ করেছে আনটুটু। এতে এসএম-সি৭০০০ এর বেশ কিছু বৈশিষ্ট্যও উল্লেখ করা হয়েছে। আনটুটু বেঞ্চমার্কের তালিকা অনুসারে এই সেটে শক্তি যোগাবে কোয়ালকম স্নাপপড্রাগন ৬২৫ চিপসেট। এতে থাকবে ফুল এইচডি ডিসপ্লে, ৪ গিগাবাইট র‌্যাম এবং ৩২ গিগাবাইট আভ্যন্তরীণ মেমোরী। এর প্রধান ও সামনের ক্যামেরা দুটি হবে যথাক্রমে ১৬ এবং ৮ মেগাপিক্সেলের। ফোনসেটটি চালাবে অ্যানড্রয়েড ৬.০.১।

এএম-সি৫০০০ এর পরে আরেকটি স্যামসাং সি সিরিজের হ্যান্ডসেটের সন্ধান লাভ
এএম-সি৫০০০ এর পরে আরেকটি স্যামসাং সি সিরিজের হ্যান্ডসেটের সন্ধান লাভ


স্যামসাং এর সি সিরিজ ফোন সম্পর্কে আরেকটু তথ্য হলো এই নতুন সেটগুলিকে আগামী মে মাসেই অবমুক্ত করা হবে। তবে তা হবে শুধুই চীনের বাজারের জন্যে।
share on