মাশম্যালো ও ললিপপের মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে

বৃহস্পতিবার, মার্চ 10 2016 সম্প্রতি গুগলের প্রতিবেদন দেখিয়েছে যে, গত মাসে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো ১% মার্কেট শেয়ার লাভে সক্ষম হয়েছে। অবশেষে মাশম্যালো নির্ধারিত সীমা স্পর্শ করতে পারল। গত ডিসেম্বরেও এ বিষয়ে সন্দেহ পোষণ করা হচ্ছিল। যা হোক, প্রকৃত চিত্র হচ্ছে মার্চের শুরুতে অ্যানড্রয়েড ৬.০ ব্যবহৃত হয়েছে ২.৩% ডিভাইসে। তাই বলা যায় এক মাস বা তার কাছাকাছি সময়ে এই বৃদ্ধির হার ১০০% এরও বেশি। ফলে এটা ভাবা অবাস্তব নয় যে, মাশম্যালো খুব শীঘ্রি এ সংখ্যাটিকে দ্বিগুন করে ফেলবে।

মাশম্যালো ও ললিপপের মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে
মাশম্যালো ও ললিপপের মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে


অপারেটিং সিস্টেমের সকল সংস্করণের দিকে তাকালে দেখা যায় ললিপপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। আগে এ স্থানটি দখল করেছিল কিটক্যাট। এখন জরিপের ফলাফল দেখাচ্ছে ললিপপ ৩৬.১% মার্কেট শেয়ার নিয়ন্ত্রণ করছে যখন কিটক্যাটের নিয়ন্ত্রণে আছে ৩৪.৩% শেয়ার। পূর্বের প্রতিবেদনের সাথে তুলনা করলে দেখা যায় ললিপপের উত্থান ঘটেছে ২% এবং কিটক্যাটের নিম্মগতির হার ১.২%। কিটক্যাটের এই নিম্মগতি আরো নীচের দিকে নামতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

অপারেটিং সিস্টেমের সকল সংস্করণের দিকে তাকালে দেখা যায় ললিপপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে
অপারেটিং সিস্টেমের সকল সংস্করণের দিকে তাকালে দেখা যায় ললিপপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে


প্রতিবেদন অনুযায়ী অন্যান্য সংস্করণের মধ্যে জেলিবীনের মার্কেট শেয়ার ২২.৩% এবং আইসক্রীম স্যান্ডউইচ কমে হয়েছে ২.৩%। অপর দিকে জিঞ্জারব্রেড ও ফ্রয়ো ধরে রেখেছে যথাক্রমে ২.৬% ও ০.১% মার্কেট।

আশা করা যায় আগামী মাসগুলিতে প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলি তাদের আরো বেশি সংখ্যাক ডিভাইসে মাশম্যালো ব্যবহার করবে। তখন যুক্তিসঙ্গত কারণে অ্যানড্রয়েড পন্যে মাশম্যালোর ব্যবহার বৃদ্ধিতে ললিপপের ব্যবহার দর্শণীয় হারে কমে যাবে।
share on