অ্যাপেল আইপ্যাড এয়ার ৩ এর রেখাচিত্র প্রকাশ : ট্যাবলেটটি আইপ্যাড প্রো’র একটি ক্ষুদ্র সংস্করণ

বুধবার, ফেব্রুয়ারী 03 2016
অ্যাপেল আইপ্যাড এয়ার ৩ এর রেখাচিত্র প্রকাশ : ট্যাবলেটটি আইপ্যাড প্রো’র একটি ক্ষুদ্র সংস্করণ
অ্যাপেল আইপ্যাড এয়ার ৩ এর রেখাচিত্র প্রকাশ : ট্যাবলেটটি আইপ্যাড প্রো’র একটি ক্ষুদ্র সংস্করণ


অ্যাপেলের আইপ্যাড এয়ার ৩ এর বহিরাবরণের ছবিটি আরো বেশ কিছু ছবির সাথে প্রকাশ পেলে দেখা যায় ডিভাইসটি সকলের কাছেই বেশ পরিচিত। স্মার্টকানেক্টর ও চারটি স্পিকার বাদ দিয়ে অ্যাপেলের পরবর্তী ফ্ল্যাগশীপ ট্যাবলেট আইপ্যাড এয়ার ৩ কে দেখা হলে সেটটি অ্যাপেল আইপ্যাড প্রো এর একটি ক্ষুদ্র সংস্করণ। কারণ আইপ্যাড প্রো এর স্ক্রিনের আকার ছিল ১২.৯ ইঞ্চি। অন্যদিকে আইপ্যাড এয়ার ৩ এর ডিসপ্লের আকার হবে ৯.৭ ইঞ্চি।

এয়ার ৩ এর বৈশিষ্ট্যসমুহের সাথে আইপ্যাড প্রো’র প্রায় সব বৈশিষ্ট্যের মিল আছে। এতে আছে এ৯এক্স চিপসেট ও ৪ গিগাবাইট র‌্যাম। আইপ্যাড এয়ার ৩ এ ব্যবহার করা যাবে অ্যাপেল পেনসিল। এই পেনসিল ট্যাবলেটে সংযুক্ত স্মার্ট কিবোর্ডের ক্ষুদ্র সংস্করণে ব্যবহার করা যাবে। এই ট্যাবলেটটি অ্যাপেল আইপ্যাড এয়ার ২ এর চেয়ে ০.০৫ মিমি পুরু এবং ০.১ মিমি প্রশস্থ।

হতে পারে এবারই প্রথম কোন আইপ্যাডে এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হলো যা হাতে পাওয়া ডিভাইসের চিত্রের সাথে সামাঞ্জস্যপূর্ণ। চিত্র অনুযায়ী ফ্ল্যাশটি ঠিক ক্যামেরার নিচেই থাকবে। অ্যাপেল আইপ্যাড এয়ার ৩ আগামী মাসের মাঝামাঝি অবমুক্ত হবে বলে গুজবের খরব বলছে। একই অনুষ্ঠানে ৪ ইঞ্চি আকারের আইফোন ৫ সিই এবং অ্যাপেল ওয়াচের একটি সংস্করণও অবমুক্ত করা হতে পারে।
share on