ফাঁস হওয়া ছবি প্রকাশ করেছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর পেছন ভাগের ডিজাইন

বুধবার, ফেব্রুয়ারী 03 2016 গতকাল ইভান ব্লাসের অ্যাটইভিলিকস একটি নতুন ছবি প্রকাশ করেছে। সেই ছবি দেখে স্যামসাং গ্যালাক্সি এস৭ ও স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের পেছন ভাগের ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। এই ফ্ল্যাগশীপ ফোন স্যামসাং গ্যালাক্সি এস৭ ও স্যামসাং গ্যালাক্সি এস৭ এজের পেছন ভাগে কাঁচের ডিজাইনে তৈরি করা হয়েছে। স্যামসাং তার আসন্ন আরোও বেশ কয়েকটি ডিভাইসে এই একই ধরণের কাঁচের ডিজাইন ব্যবহার করবে বলে ধারণা করা হয়। ছবি দেখে আমাদের মনে হতে পারে যে, স্যামসাং গ্যালাক্সি এস৭ ও এর সংস্করণগুলি গ্যালাক্সি নোট ৫ পেছনের নকশা গ্রহন করবে। এই নকশায় দেখা যায়, এগুলি দেখতে হবে গ্যালাক্সি নোট ৫ এর মতো যার প্রান্তগুলি সামান্য বাঁকানো।

ফাঁস হওয়া ছবি প্রকাশ করেছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর পেছন ভাগের ডিজাইন
ফাঁস হওয়া ছবি প্রকাশ করেছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর পেছন ভাগের ডিজাইন


এর আগে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এর যে ছবিগুলি এসে পৌঁছেছিল তাতে দেখা গেছে এর ৪টি সংস্করণ থাকবে - স্যামসাং গ্যালাক্সি এস৭, গ্যালাক্সি এস৭ প্লাস, স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এবং স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ প্লাস। এর চিপসেট হতে পারে এক্সিনস ৮৮৯০ বা স্নাপড্রাগন ৮২০। এতে থাকবে ১/২.০ ইঞ্চি সেন্সরযুক্ত ১২ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।

গতকাল স্যামসাং প্রথমবারের মতো ঘোষণা করেছে যে, আগামী ২১ ফেব্রুয়ারি, রবিবার বার্সেলোনায় গ্যালাক্সি এস৭ অবমুক্ত করবে। আর তার পরের দিনই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
share on