অপ্পো এ৩৩ এলো ৫ ইঞ্চি ডিসপ্লে এবং এসডি৪১০ চিপসেট নিয়ে

Sunday, November 22 2015
অপ্পো এ৩৩ এলো  ৫ ইঞ্চি ডিসপ্লে এবং এসডি৪১০ চিপসেট নিয়ে
অপ্পো এ৩৩ এলো ৫ ইঞ্চি ডিসপ্লে এবং এসডি৪১০ চিপসেট নিয়ে


গত সেপ্টেম্বর মাসে অপ্পো এ৩৩ টিইএনএএ সার্টিফিকেট পেয়েছিল। এখন স্মার্টফোনটি বাজারে পাওয়া যাচ্ছে। অপ্পো এ৩৩ তে শক্তি সঞ্চার করছে স্নাপড্রাগন ৪১০ চিপসেট। এতে আছে ১.২ গিগাহার্টজের কোয়াড-কোর করটেক্স-এ৫৩ সিপিইউ এবং ৯৬০ * ৫৪০ পিক্সেল রেজ্যুলুশনের ৫ ইঞ্চি ডিসপ্লে।

হ্যান্ডসেটটি এসেছে ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট আভ্যন্তরীন মেমোরী এবং ২৪০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি নিয়ে। অপ্পো এ৩৩ এর প্রধান ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট শুটার ৫ মেগাপিক্সেল। এর ওজন ১৪৬ গ্রাম । ফোনটির আকার হলো ১৪২.৭ * ৭১.৭ * ৭.৫৫ মিমি। এই ডিভাইসটিতে অপ্পোর নিজস্ব অ্যানড্রয়েড ৫.১ ললিপপ ভিত্তিক কালারওএস ২.১ ব্যবহার করা হয়েছে। সংযোগ স্থাপনের জন্যে ফোনটিতে রয়েছে ব্লুটুথ ৪.০, মাইক্রোইউএসবি ২.০, ৪জি এলটিই, ওয়াই-ফাই ও জিপিএস/এ-জিপিএস।

অপ্পো এ৩৩ তৈরি করা হয়েছে সাদা ও কালো রঙে। এ পর্যন্ত এই স্মার্টফোনটি শুধুমাত্র চীনের বাজারেই কিনতে পাওয়া গেছে। তবে বর্তমানে জানানো হচ্ছে যে, ফোনটির স্টক শেষ হয়ে গেছে। চীনে এই ফোনের মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ২৩৫ ডলার ( প্রায় ১৮ হাজার টাকা)।
share on