বিশ্বব্যাপি শতকরা ২৩.৫ ভাগ সক্রিয় ডিভাইসে চলছে অ্যানড্রয়েড ললিপপ

Thursday, October 08 2015 গত পরশু গুগল তাদের অক্টোবর মাসের প্রতিবেদন প্রকাশ করেছে যা থেকে বিশ্বব্যাপি সক্রিয় ডিভাইসগুলোতে অ্যানড্রয়েড ভার্সনগুলোর কোনটি কেমন ব্যবহারের হচ্ছে তার একটি চিত্র উঠে এসেছে। ৫ অক্টোবর পর্যন্ত তার আগের ৭দিন প্লে স্টেশনে ভিসিট করেছে এমন অ্যানড্রয়েড ডিভাইসের সংখ্যার উপর ভিত্তি করে পরিচালিত এই গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে একটি বিষয় স্পষ্ট যে, গুগলকে তার অ্যনড্রয়েড ভার্সনগুলোর ব্যবহারের মধ্যে সামঞ্জস্য ধরে রাখতে বেশ কষ্ট করতে হচ্ছে।

বিশ্বব্যাপি ২৩.৫% সক্রিয় ডিভাইসে চলছে অ্যানড্রয়েড ললিপপ
বিশ্বব্যাপি ২৩.৫% সক্রিয় ডিভাইসে চলছে অ্যানড্রয়েড ললিপপ


সেপ্টেম্বর মাসের প্রতিবেদনের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে এক মাসের ব্যবধানে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপ ৫.০ ও ৫.১ ভার্সন দু’টির ব্যবহার কিছুটা বেড়েছে। ২১% থেকে হয়েছে ২৩.৫% ভাগ।

এক মাসের ব্যবধানে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপ ৫.০ ও ৫.১ ভার্সন দু’টির ব্যবহার কিছুটা বেড়েছে।
এক মাসের ব্যবধানে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ললিপপ ৫.০ ও ৫.১ ভার্সন দু’টির ব্যবহার কিছুটা বেড়েছে।


গ্রাহকদের মধ্যে এখনও কিটক্যাট-ই সর্বাধিক ব্যবহৃত ভার্সন যদিও তার ব্যবহার আগের চেয়ে ০.৩% কমেছে। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা ৩৮.৯%। ৪.১, ৪.২ ও ৪.৩ ভার্সনের জেলী বিন শতকরা ৩০.২ ভাগ সক্রিয় ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে আইসক্রীম স্যান্ডউইচ ও জিঞ্জারব্রেড ব্যবহারের সংখ্যা যথাক্রমে ৩.৪% ও ৩.৮%। তবে ২০১০ এর মে মাসে অবমুক্ত হওয়া অ্যানড্রয়েড ফ্রোয়ো এখনও পুরোপুরি পরিত্যক্ত হয়নি, সামান্য হলেও বর্তমানে ০.২% ডিভাইসে এই ভার্সনটি সক্রিয় আছে।
share on