রেডমি নোট ২ এর বিক্রি ১ কোটি ছাড়াবে : লে জুন, প্রধান নির্বাহী, শীওমী

Tuesday, October 06 2015
শীওমী রেডমি নোট ২
শীওমী রেডমি নোট ২


সম্প্রতি শীওমী’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী লে জুন বলেছেন যে, তাদের ডিভাইস রেডমি নোট ২ খুব শীঘ্রিই ১ কোটি বিক্রির ঘর অতিক্রম করতে পারে। খবরে প্রকাশ আন্তর্জাতিক বাজারে প্রথম মাসেই শীওমী রেডমি নোট ২ বিক্রি হয়েছে ২০ লাখের বেশি। যাহোক, প্রতিষ্ঠানটি এ বছরের মধ্যেই ১ কোটি ফোন বিক্রি করবে বলে পরিকল্পনা করেছে।

ওয়েবো’তে দেয়া একটি পোস্টে লে জুন তাদের অর্থনৈতিক অবস্থান ব্যাখ্যা করেছেন। তার ভাষায় শীওমী’র প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি ছিল। যন্ত্রপাতি ক্রয়, পণ্যের মান বজায় রাখা এবং সার্বিক অবস্থা ধরে রাখতে একটি বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়েছে। তবে তারা তাদের প্রাথমিক যুদ্ধ শেষ করেছেন। ফলে এখন কোম্পানিটি উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবে।

এ কারণেই প্রতিষ্ঠানটি রেডমি ২এ এর মূল্য নিতান্ত কম রাখতে পেরেছে। নিজেদের চিপসেটে তৈরি ৮০ ডলারের এ সেটটি শীওমী’র সবচেয়ে কম দামী মোবাইল ফোন। এ পর্যন্ত রেডমি ২ এবং ২এ এর বিক্রয় সংখ্যা দাঁড়িয়েছে ১৩ মিলিয়ন বা ১ কোটি ৩০ লাখ। একই প্রোডাক্টশন লাইনে এই নির্মাতা প্রতিষ্ঠানটি বিগত ২ বছর যাবত তাদের বিভিন্ন ফোন সেট তৈরি করে আসছে। রেডমি ৪সি -ও সে সব ফোনের একটি ।
share on