মাইক্রোসফটের সাথে চুক্তি : আসুস তার অ্যানড্রয়েড ফোন ও ট্যাবে অফিস অ্যাপ প্রিলোড করবে

শনিবার, অক্টোবর 03 2015
মাইক্রোসফটের সাথে চুক্তি : আসুস তার অ্যানড্রয়েড ফোন ও ট্যাবে অফিস অ্যাপ প্রিলোড করবে
মাইক্রোসফটের সাথে চুক্তি : আসুস তার অ্যানড্রয়েড ফোন ও ট্যাবে অফিস অ্যাপ প্রিলোড করবে


সম্প্রতি মাইক্রোসফটের সাথে আসুসের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তি অনুসারে আসুসের তৈরি অ্যানড্রয়েড ডিভাইসে মাইক্রোসফটের অফিস অ্যাপ প্রিলোড করা হবে। অ্যানড্রয়েড বিষয়ক মাইক্রোসফটের পেটেন্ট করা প্রযুক্তি ব্যবহার করার শর্ত হিসেবে আসুস তার অ্যানড্রয়েড-ভিত্তিক স্মার্টফোন ও ট্যাবলেটে অফিস অ্যাপ প্রিলোড করতে যাচ্ছে।

মাইক্রোসফট যে এই প্রথম বারের মতো কোন প্রযুক্তিপন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের এ ধরণের চুক্তি করছে এমন নয়। ইতোমধ্যে এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি কম-বেশি ৩০টির মতো উৎপাদন কোম্পানির সাথে একই রকম চুক্তি সম্পাদন করেছে। এ বছরের শুরুতেই মাইক্রোসফট স্যামসাং এর সাথে এই চুক্তি করেছে। আর সে চুক্তি মোতাবেক স্যামসাং তার উচ্চ প্রযুক্তির ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস৬, গ্যালাক্সি এস৬ এজ এবং গ্যালাক্সি নোট৫ এর মতো পণ্যে অফিস অ্যাপ সংযুক্ত করছে।

উল্লেখ্য, মাত্র কিছুদিন আগে গুগল আর মাইক্রোসফট প্রকাশ্য ঘোষণা দিয়েছে যে, পেটেন্ট নিয়ে তাদের মধ্যকার চলমান সংঘাত বন্ধে তারা ঐকমত্যে পৌঁছেছে। আর এই ঘোষণার ঠিক একদিন পরেই মাইক্রোসফট আসুসের সাথে সম্পাদিত চুক্তির বিষয়ে ঘোষণা দিল।
share on