গুগলের প্রজেক্ট আরা ২০১৬ এর আগে নয়

Thursday, August 20 2015
গুগলের প্রজেক্ট
গুগলের প্রজেক্ট 'আরা'


প্রত্যাশা ছিল গুগলের আরা প্রজেক্টের উদ্ভাবিত মডুলার স্মার্টফোনটি এ বছরের মধ্যেই গ্রাহক হাতে পেয়ে যাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সব মিলিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে গুগল আগামী ২০১৬ এর আগে মডুলার স্মার্টফোন বাজারে আনতে পারবে না। হার্ডওয়্যারের অংশ বিশেষ পরিবর্তন করা যাবে এমন একটি অ্যান্ড্রয়েড হ্যান্ড সেট তৈরি করতে যাচ্ছে গুগল। পরিকল্পনা ছিল এ বছর পুর্তোরিকোতে সেই ফোন অবমুক্ত করা হবে।

এই উচ্চাভিলাষী প্রকল্প সম্পন্ন হতে যতোটা সময় প্রাথমিক ভাবে নেবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে তা তার থেকে অনেক বেশি সময়ই নিচ্ছে। আসলে মূল নমূনা তৈরিতেই বেশী সময় চলে গেছে। যাহোক, গুগল এখন এই বিশেষ ডিভাইসটি অবমুক্ত করার জন্যে আমেরিকাতেই উপযুক্ত স্থান খুঁজছে। তার মানে পুর্তোরিকোতে ডিভাইসটি অবমুক্ত হবে কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে।
share on