চীনে মাত্র ৬৪ সেকেন্ডে ৩০,০০০ ওয়ানপ্লাস২ হ্যান্ডসেট বিক্রি হয়েছে

বুধবার, আগস্ট 05 2015
চীনে মাত্র ৬৪ সেকেন্ডে ৩০,০০০ ওয়ানপ্লাস২ হ্যান্ডসেট বিক্রি হয়েছে
চীনে মাত্র ৬৪ সেকেন্ডে ৩০,০০০ ওয়ানপ্লাস২ হ্যান্ডসেট বিক্রি হয়েছে


কোনরূপ ইনভাইটেশন ছাড়াই চীনের আগ্রহী ক্রেতারা ওয়ানপ্লাস’এর ওয়েবসাইট থেকে সরাসরি তাদের নতুন ফোন ওয়ান প্লাস ২ কিনতে পেরেছে। আর তাতেই এক বিষ্ময়কর তথ্য পেল প্রযুক্তি দুনিয়া - মাত্র ৬৪ সেকেন্ডে কোম্পানিটি তাদের সর্বশেষ ডিভাইসের ৩০,০০০টি সেট বিক্রি করেছে! কোম্পানির প্রত্যাশা আগামী ১১ আগষ্ট ইনভাইটেশন লাগবে এমন বিক্রয় শুরু হলে চীনা জনগণ ওয়ান প্লাস ২ ক্রয়ের ক্ষেত্রে সারা বিশ্বকে আরেকটি চমক উপহার দেবে।

ওয়ানপ্লাসের জন্য এমন অপ্রত্যাশিত ঘটনা এবারই প্রথম নয়। গত বছর তারা যেখানে ভেবেছিল তাদের ওয়ান প্লাস ওয়ান বিক্রি হবে বড় জোর ৫০ হাজার থেকে ১ লাখ সেট, সেখানে তারা বিক্রি করেছে ১০লাখ সেট। সম্প্রতি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই ইউএসএ টুডে’কে বলেছে যে, এবারের ঘটনা গতবারের ঘটনাকে টপকে গেছে। তার ধারণা যদিও তারা ২০১৫ তে ৩০ লাখ থেকে ৫০ লাখ ওয়ান প্লাস ২ বিক্রির প্রস্তুতি নিয়েছে তবে হয়তো এই সংখ্যাও চাহিদার তুলনায় কম হবে।

অনেকের কাছে এমনটা হওয়া অসম্ভব মনে হলেও চীনে প্রথম দিনেই ওয়ান প্লাস ২ এর বিক্রির পরিমাণ কার্ল পেইকে তেমন একটি স্বপ্ন দেখতেই উৎসাহিত করছে।
share on