এক্সপেরিয়া জেড৫ দিয়ে সনি’র মোবাইল বিভাগের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন

শনিবার, আগস্ট 01 2015
এক্সপেরিয়া জেড৫ দিয়ে সনি’র মোবাইল বিভাগের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন
এক্সপেরিয়া জেড৫ দিয়ে সনি’র মোবাইল বিভাগের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন


বিশ্ব খ্যাত জাপানি প্রযুক্তি পন্য নির্মাতা প্রতিষ্ঠান সনি’র গল্প অন্যান্য মোবাইল ফোন প্রস্ততকারী প্রতিষ্ঠানের চেয়ে একটু ভিন্ন। তাদের লাভ ক্ষতির হিসেবও আলাদা। সনি’র এক্সপেরিয়া জেড৩ প্লাস ফ্ল্যাগশীপ স্মার্টফোন নিয়ে যতোটা প্রত্যাশা ছিল দুঃখজনক ভাবে ডিভাইসটি তা পূরণে অনেকাংশেই ব্যর্থ হয়েছে। তারপরেও সনি’র মোবাইল ফোন ডিভিশনের এই অবস্থা টেক জায়ান্ট কোম্পানিটির মোট লাভের অঙ্কে এখনো ধ্বস নামাতে পারে নি। কোম্পানিটির এ বছরের ২য় প্রান্তিকের অর্থ প্রতিবেদন সে কথাই নিশ্চিত করছে। এ সময়কালে তাদের মুনাফা বার্ষিক বিক্রয় বৃদ্ধির পরিমাণের মোট ৩৯% অর্থাৎ টাকার অঙ্কে সে সংখ্যাটি হলো ৭৮০ মিলিয়ন ডলার। আর এই হিসেব হচ্ছে একটি প্রান্তিকের মোট ১৪.৫ বিলিয়ন ডলারের উপরের মুনাফা যা এক বছরে ০.১% হারে কমছে।

সনি’র সবচেয়ে লাভজনক বিভাগ হলো তাদের মিউজিক বিভাগ। এ ক্ষেত্রটি থেকে তারা গত এক বছরে ২৫৬ মিলিয়ন ডলার আয় করেছে যেখানে আয় বৃদ্ধির পরিমান ১৭৩%। কোম্পানির মোট আয় বৃদ্ধিতে তাদের ক্যামেরা বিভাগের ভূমিকাও আগের চেয়ে ভালো হচ্ছে। ক্যামেরা বিভাগের আয় বেড়েছে ১৬৪% যার পরিমাণ অঙ্কে দাঁড়াচ্ছে ২৪৪মিলিয়ন ডলার।

অন্যদিকে সবচেয়ে সফল তাদের বর্তমান কনসোল ব্যবসা। বর্তমান প্রান্তিকে এর আয় ১৫৭ মিলিয়ন ডলার যা শতকরা হিসেবে বেড়েছে ৩৫০ ভাগের বেশি। সনির ভাষায় আন্তর্জাতিক বাজারে প্লেস্টেশন ৪, এক্সবক্স ওয়ান এর চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদের প্রত্যাশা সামনের মাসগুলিতে তাদের বিক্রি আগের চেয়ে আরো বৃদ্ধি পাবে।

সনি পিকচার্সও সনি’র লোকসানের অন্যতম কারণ। এ বিভাগের লোকসানের পরিমাণ ৯৪ মিলিয়ন ডলার। তাদের মোবাইল বিভাগ এর ক্ষতির পরিমাণ ১৮৪ মিলিয়ন ডলার। এ প্রান্তিকের লোকসান গতবছরের একই সময়ের ক্ষতির তুলনায় ১৬% বেশি। তবে আগামী শীতের আগেই অবমুক্ত হচ্ছে সনি’র নতুন ফ্ল্যাগশীপ ফোন এক্সপেরিয়া জেড ৫। আশার কথা এই যে, হয়তো এই ফোনটি দিয়ে জাপানীজ কোম্পানিটি তাদের আগের লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবে।
share on