বিভক্ত হতে যাচ্ছে কোয়ালকম: ওয়ালস্ট্রিট জার্নাল

Saturday, July 25 2015 স্ন্যাপড্রাগন প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম বিভক্ত হতে পারে বলে জানিয়েছে প্রভাবশালী পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাই, ব্যয় সংকোচন ব্যবস্থা গ্রহণের কারণে আলোচনায় থাকা এ শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ব্যবসায় নীতিগত পরিবর্তন আনতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানায় পত্রিকাটি।


বিভক্ত হতে যাচ্ছে কোয়ালকম: ওয়ালস্ট্রিট জার্নাল
বিভক্ত হতে যাচ্ছে কোয়ালকম: ওয়ালস্ট্রিট জার্নাল
৩য় প্রান্তিকের আয়-ব্যয়ের হিসেব উপস্থাপনের সময় কোয়ালকম তাদের পেটেন্ট-লাইসেন্সিং ও চিপ বিক্রয়ের ব্যবসা পৃথকভাবে পরিচালনার কথা ঘোষণা করবে বলে অনেকের ধারণা। কৌশল পরিবর্তনের ব্যাপারে নাকি তাদের অংশীদার জানা পার্টনারসের পক্ষ থেকে যথেষ্ট চাপ আছে। জানা পার্টনারস্ কোয়ালকমের ১.৭ শতাংশ শেয়ারের অধিকারী।

এশিয়ার বাজারে মিডিয়াটেক-এর আধিপত্যের কারণে কিছুটা সংকুচিত হয়ে পড়েছিল কোয়ালকমের বাজার। এছাড়াও স্যামসাং তার নিজস্ব চিপের ব্যব‌হার বাড়াতে গ্যালাক্সি এস৬-এ স্ন্যাপড্রাগনের পরিবর্তে সংযুক্ত করে এক্সিনস্ প্রসেসর। তবে কোয়ালকম যদি শেষ পর্যন্ত সত্যিই বিভক্ত হয়ে যায় তবে তা প্রাণ সঞ্চার করবে ইতিমধ্যে ধুঁকতে থাকা ইন্টেলের মোবাইল চিপ নির্মাণ যাত্রায়।
share on