আশাতীত আয় অ্যাপেলের

Thursday, July 23 2015 এপ্রিল থেকে জুন - এই তিন মাসের আয়-ব্যয়ের খতিয়ান প্রকাশ করেছে অ্যাপেল। রেকর্ড সংখ্যক আইফোন ৬ ও ম্যাক বিপণনের মাধ্যমে এই সময়ে ৪৯.৬ বিলিয়ন ডলার আয় করে অ্যাপেল যার মধ্যে নেট মুনাফার পরিমাণ ১০.৭ বিলিয়ন ডলার। আয়ের প্রকৃত উল্লম্ফন বোঝা যাবে অ্যাপেলের গত বছরের একই সময়ের সাথে তুলনা করে- ৩৭.৪ বিলিয়ন ডলার আয়ের থেকে সেসময় মুনাফা হয়েছিল ৭.৭ বিলিয়ন ডলার।

আশাতীত আয় অ্যাপেলের
আশাতীত আয় অ্যাপেলের

অবশ্য এর আগেই বেশ কয়েকজন বিশ্লেষক এপ্রিল-জুন প্রান্তিকে অ্যাপেলের আয় বিষয়ক পূর্বাভাষ দিয়েছেন। তাদের পূর্বাভাষ বলছে যে, অ্যাপেল আইফোন বিক্রি এবং চীনে তাদের বিক্রয় বৃদ্ধির পূর্বতম পরিমাণকে আবারও অতিক্রম করতে সক্ষম হবে।

বছরের এই তৃতীয় প্রান্তিকে ৪.৭৫ কোটি আইফোন বিক্রি হয়ছে বিশ্বব্যাপী । বিক্রয় সংখ্যার ক্রমাবনতি অব্যাহত রেখে আইপ্যাড বিক্রি হয়েছে ১ কোটির কিছু বেশী। আর প্রথমবারের মতো বাজারে আসা অ্যাপেল ওয়াচের বিক্রয় সংখ্যা নিয়ে ইতিমধ্যেই বেশ লুকোচুরি চলছে অ্যাপেল ও সংবাদ মাধ্যমের মাঝে। ধারণা করা হচ্ছে, প্রায় ৩০ লক্ষ অ্যাপেল ওয়াচ বিশ্বব্যাপী বিক্রয় হয়েছে এই তৃতীয় প্রান্তিকে।
share on