অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে নতুন অ্যাপের অগ্রীম রেজিস্ট্রেশনের সুযোগ!

সোমবার, মে 11 2015
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে নতুন অ্যাপের অগ্রীম রেজিস্ট্রেশনের সুযোগ!
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে নতুন অ্যাপের অগ্রীম রেজিস্ট্রেশনের সুযোগ!
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীগণ এখন ইচ্ছা করলেই গুগল প্লে স্টোরের পরবর্তী অ্যাপসগুলির জন্যে আগে ভাগেই রেজিস্ট্রেশন করতে পারবেন। আগ্রহী ক্রেতা নতুন মডেলের ফোন বাজারে এলে সেগুলির জন্যে অগ্রীম অর্ডার দেয়ার ব্যাপারে একটি নোটিশ পাবেন বলে জানা গেছে। এটি করতে গুগল তাদের ডেভেলপারদেরকে বলে দিয়েছে যেন তারা পরবর্তী অ্যাপের বিষয়ে আগ্রহী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের প্রি-রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেন।

এই যে, অল্প কয়েকদিনের মধ্যে গ্লু মিডিয়া তাদের টার্মিনেটর জেনিসিস : রেভ্যুলুশন নামের একটি থার্ড পার্টি শুটার গেম অবমুক্ত করতে যাচ্ছে। এ রকম অবস্থায় সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যারা এই অ্যাপটি কিনতে চান তাদের জন্যে প্রি-রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে। যখন গেমটি অবমুক্ত হয়ে যাবে তখন যারা প্রি-রেজিস্ট্রেশন করেছিলেন তারা এটি বাজারে আসা সংক্রান্ত মেইল পাবেন। অ্যাপ চালু হওয়ার আগে চাইলে গ্রাহক তার রেজিস্ট্রেশন বাতিলও করতে পারবেন।

এ ধরণের ব্যাবসায়িক উদ্যোগ ডেভেলপারদেরকে যে কোন নতুন অ্যাপ অবমুক্ত হওয়ার আগেই সেটির চাহিদার পরিমাণ সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে। এভাবে ভুলো-মন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে তারা যে এক সময় একটি অ্যাপ কিনতে আগ্রহী ছিলেন সে কথা স্মরণ করিয়ে দেয়ার ফলে ডেভেলপারদের তহবিলে কিছু অর্থের সমাগম ঘটাবে। অন্যথায় সে অর্থ অন্যত্র রেজিস্ট্রেশনের কাজে আগেই ব্যবহৃত হয়ে যেতে পারে।
share on