মোটোরোলা মটো এক্স এ ১৬ মেগা পিক্সেল ক্যামেরা

Monday, May 11 2015
মোটোরোলা মটো এক্স এ ১৬ মেগা পিক্সেল ক্যামেরা
মোটোরোলা মটো এক্স এ ১৬ মেগা পিক্সেল ক্যামেরা


আসন্ন মটোরোলা মটো এক্স এর ক্যামেরা হবে ক্লিয়ার পিক্সেল টেকনোলজী সম্পন্ন ১৬ মেগা পিক্সেল। আর সেলফি তোলার জন্যে সামনে সংয্ক্তু ক্যামেরাটি হবে ৫ মেগা পিক্সেল। তবে দ্বিতীয় প্রজন্মের মটোরোলা মটো এক্সটির সামনে ও পিছনে ব্যবহৃত হয়েছিলো যথাক্রমে ২ ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

নতুন গুজবটি বলছে যে, ওআইএস (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সংযুক্ত হয়ে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা নিয়ে যে নতুন প্রজন্মের মটো এক্স আসছে তাতে হাত নড়ে গেলেও যে ছবি নষ্ট হবে না সে বিষয়টি নিশ্চিত। এই ক্যামেরা স্লো মোশনে দৃশ্য ধারণ করতে পারবে। এই যেমন, ১০৮০ পিক্সেলে থাকা অবস্থায় ক্যামেরা ১২০ এফপিএস এ ছবি ধারণ করবে। আর শুট্যিং ভিডিও ৭২০পিক্সেলে থাকলে ভিডিও হবে ২৪০এফপিএস-এ।

মটোরোলা নেক্সাস ৬-এর রিয়ার ক্যামেরায় ওআইএস যুক্ত করেছিল। তাই গুজবের খবরটি মটো এক্স এর ব্যাপারেও যে সত্যি হবে না তা কে বলবে? অবশ্য খবরটি মটোরোলা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করা পর্যন্ত আসলেই সত্যি কিনা তা নিশ্চিত হওয়া যাবে না।

তথ্যসূত্রঃ STJSGadgets
share on