এপ্রিলের শেষে এলজি জি৪!

Sunday, March 29 2015
গুজব বলছে এলজি জি৪ আসছে এপ্রিলের শেষে
গুজব বলছে এলজি জি৪ আসছে এপ্রিলের শেষে


গত বছর এলজি জি৩ এর ঘোষণা এসেছিল মে মাসে, আর তা বাজারে আসে জুন মাসে। এ বছরের এপ্রিল মাসে জি৪ বাজারে এলে আগের ফোনটির পরে নতুন হ্যান্ডসেট গ্রাহকদের হাতে তুলে দিতে প্রস্তুতকারী কোম্পানি নিল প্রায় দশ মাস। এ দিকে এলজির প্রতিদ্বন্দ্বী স্যামসাং তার গ্যালাক্সি এস৬ ও এস৬ এজ বাজারে আনছে মধ্য এপ্রিলে। সে কারণেই নিজেদের আলোচিত পণ্যটি যতো তাড়াতাড়ি সম্ভব ক্রেতার হাতে তুলে দেয়ার জন্যে এলজি’র উপর একটি চাপ আছে।

এলজি জি৪ সম্পর্কে যা জানা গেছে সে অনুযায়ী এটি তার আগের সেট জি৩ এর মতো ৫ ইঞ্চি আকারের স্ক্রীন নিয়ে হাজির হবে। এর রেজ্যুলুশন হবে কিউএইচডি (২,৫৬০ * ১,৪৪০)। এতে থাকছে বাঁকানো টাচ স্ক্রীন।

বিশ্লেষকদের হিসাব মতে, এলজি এক বছরে তাদের জি৪ বিক্রি করবে ১৫ মিলিয়ন যার মধ্যে ৯.২ মিলিয়নই বিক্রি হবে চলিত বছরে। ধারণা করা হচ্ছে সেটটি জি৩ এর চেয়ে বেশী গ্রাহক প্রিয় হবে।

গুজবটি সঠিক হলে এলজি জি৪ এর জন্যে আর বেশী দিন অপেক্ষা করে বসে থাকতে হবে না - আঙুলের কর গুনতে হবে আর মাত্র কয়েকটি দিন।

তথ্যসূত্রঃ The Korea Herald
share on