বছরে একবার আসবে সনি’র নতুন ফ্ল্যাগশিপ ফোন

বুধবার, মার্চ 18 2015
বছরে একবার আসবে সনি’র নতুন ফ্ল্যাগশিপ ফোন
বছরে একবার আসবে সনি’র নতুন ফ্ল্যাগশিপ ফোন


গতকাল এইচডিব্লগ ডট আইটি একটি গুজবের জন্ম দিয়েছে। এই গুজবে বলা হয়েছে যে, সনি হয় তো প্রতি ৬ মাসে নতুন ফ্ল্যাগশিপ অবমুক্ত করার পরিকল্পনা প্রত্যাহার করে নিচ্ছে। তারা সেই আগের মতোই বছরে একবার করে গ্রাহককে নতুন সেট উপহার দেবে। ২০১৪ সালে ঠিক যেমন করে একই অনুষ্ঠানে এক্সপেরিয়া জেড৩ ও জেড৩ কমপ্যাক্ট অবমুক্ত করা হয়েছিল, ঠিক সেভাবেই জার্মানীতে অনুষ্ঠিত হওয়া আইএফএ প্রদর্শণীতে এক্সপেরিয়া জেড৪ অবমুক্ত করা হবে।

আরো বেশ কিছু গুজব থেকে যে খবর জানা গেছে তাতে বলা হয়েছে জেড৪ অনেকাংশেই এক্সপেরিয়া জেড৩ এর মতো হবে। অবশ্য নতুন ফোনটি পুরানোটার চেয়ে অধিকতর পাতলা আকারের।

যাহোক, বোঝা যাচ্ছে সনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বছরে দুই বার করে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে উপস্থিত হওয়া বেশ ব্যয় সাপেক্ষ। হয়তো ক্রেতারা এতো ঘন ঘন ফোন কিনতে আগ্রহী নন। অন্যদিকে এটাও হতে পারে যে, এক্সপেরিয়া জেড৩ বেশ ভালো ব্যবসা করে চলেছে। ফলে প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি এই জেড৩কে নিয়ে আরো বেশ কিছুটা পথ পাড়ি দিতে চায়।
share on