এপ্রিলে ইন্ডিয়ায় অবমুক্ত হচ্ছে গ্যালাক্সি এস৬

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী 26 2015
এপ্রিলে ইন্ডিয়ায় অবমুক্ত হচ্ছে গ্যালাক্সি এস৬
এপ্রিলে ইন্ডিয়ায় অবমুক্ত হচ্ছে গ্যালাক্সি এস৬
মার্চ মাস দুয়ারে এসে দাঁড়িয়েছে। ১ মার্চ তো প্রযুক্তি প্রেমীদের জন্য বিশেষ অপেক্ষার দিন - মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ দিনেই শুরু হচ্ছে। আর সেখানেই স্যামসাং তার বহুল আলোচিত ও প্রতিক্ষীত গ্যালাক্সি এস৬ এবং গ্যালাক্সি এস৬ এজ অবমুক্ত করছে। অবশ্য সেই বিশেষ অনুষ্ঠানটির সময় ও তারিখসহ কোন কিছুই এখন আর কারো অজানা নয়। তবে এখনো অজানা যে বিষয়টি তা হল আগ্রহী ক্রেতা কবে নাগাদ তা হাতে তুলে নিতে পারবেন। বিশ্ব বাজারে কবে কাঙ্খিত ফোন দুটি পাওয়া যাবে সে সম্পর্কে স্যামসাং এখনও নিরব।

একটি সাম্প্রতিক খবরে দাবী করা হয়েছে যে, গত বারের মতো এবারও স্যামসাং তার নতুন দু’টি বিশেষ ফোন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ইন্ডিয়ার বাজারে ছাড়বে। ২০১৪ সালে ১১ এপ্রিল স্যামসাং বিশ্বের ১৫০ দেশে গ্যালাক্সি এস৫ অবমুক্ত করেছিল।

ইন্ডিয়ার ক্রেতারা মার্চের মাঝামাঝি থেকেই গ্যালাক্সি এস৬ ফোনের জন্য প্রি-অর্ডার দিতে পারবেন। খবরটিতে পৃথিবীর অন্যান্য দেশের ক্রেতারা কতো দিনে ফোনটির দেখা পাবেন তার কোন ইঙ্গিত দেয়নি।
share on