২০১৯ সালে মোবাইল ফোন সংযোগ এর সংখ্যা হবে সাড়ে ৯ বিলিয়ন

মঙ্গলবার, জানুয়ারী 20 2015
২০১৯ সালে মোবাইল ফোন সংযোগ এর সংখ্যা হবে সাড়ে ৯ বিলিয়ন
২০১৯ সালে মোবাইল ফোন সংযোগ এর সংখ্যা হবে সাড়ে ৯ বিলিয়ন
বর্তমানে পৃথিবীর অনেক দেশে মোবাইল ফোনই যোগাযোগের প্রধান মাধ্যম এবং স্মার্টফোন দিয়েই বেশির ভাগ ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি এই মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে একটি বিশেষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান আইজিআর। গবেষণা প্রতিবেদনটিতে উল্লেখিত ভবিষ্যদ্বাণী ঠিক হলে ২০১৯ সাল নাগাদ সারা বিশ্বে মোবাইল সংযোগ হবে ৯.৫ বিলিয়ন যেখানে গত বছর এ সংখ্যা ছিল ৬.৯ বিলিয়ন। একই ভাবে তাদের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে স্মার্টফোন, ট্যাবলেট কিম্বা গাড়ির সাথে সংযুক্ত মোবাইল সংযোগ ব্যবহার করে কাজ সমাধা করার হার গত বছরে থাকা ৯৬.৪% থেকে বেড়ে ১২৫% এ উন্নীত হবে।

আগামীতে বেশীর ভাগ মানুষ মোবাইল ফোনে ফোরজি এলটিই নেটওয়ার্ক ব্যবহার করবেন। বিগত বছরটিতে মানুষ বেশী ব্যবহার করেছে ২জি সংযোগ। আগামী ৫ বছরে বেশি ব্যবহৃত হবে থ্রিজি সংযোগ তবে ফোরজি ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে সমান গতিতে। গত বছর ফোরজি ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৬%।

উত্তর আমেরিকার জনগণ সবচেয়ে বেশি ফোরজি ব্যবহার করে থাকেন । আইজি’র প্রতিবেদন বলছে ২০১৯ এর মধ্যে পৃথিবীর অন্যান্য অংশেও ফোরজি’র ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পাবে।


তথ্যসূত্রঃ FierceWireless
share on