আবারও ৪ ইঞ্চি আকারের আইফোন আনছে অ্যাপেল!

শনিবার, ডিসেম্বর 06 2014
আবারও ৪ ইঞ্চি আকারের আইফোন আনছে অ্যাপেল!
আবারও ৪ ইঞ্চি আকারের আইফোন আনছে অ্যাপেল!
অ্যাপেল ইতোমধ্যে তাদের ৪.৭ ইঞ্চির আইফোন৬ এবং তারচেয়ে বড় ৫.৫ ইঞ্চির আইফোন ৬প্লাস দিয়ে বাজার মাত করেছে। ক্রেতাদের এখন পর্যন্ত চাহিদা বড় স্ক্রীনের হ্যান্ডসেট। জানামতে বাজার যাচাইয়ের ফলাফলও সে বিষয়টিই নিশ্চিত করছে। এ রকম অবস্থায় কোম্পানিটি আবার ছোট আকারের স্মার্টফোন প্রস্তুতের কথা ভাবছে। তবে বিষয়টি যে খুব অবাক করা এমন নয়। অনেকেই এক হাতে তাদের স্মার্টফোন ব্যবহার করতে আগ্রহী। তাদের জন্য কি ৪ ইঞ্চি আকারের আইফোন ব্যবহার সবচেয়ে যুক্তিযুক্ত।

২০১৫ এর মাঝামাঝি আসতে পারে এই নতুন আইফোন। অ্যাপেলের সরবরাহকারী অংশীদারদের মতে এই প্রতিষ্ঠানটি আগামী বছর ৪ ইঞ্চি আকারের আইফোন বাজারে নিয়ে আসছে। আর এমন ফোন তারা নাকি তৈরি করতে যাচ্ছে দুই শ্রেনীর ব্যবহারকারীর কথা মাথায় রেখে যাদের মধ্যে আছেন মহিলা ব্যবহারকারী ও যারা একহাত দিয়েই মোবাইল ফোন ব্যবহার করতে সাচ্ছন্দ বোধ করেন তারা।

আর কথাটা যদি সত্যি হয় তবে অ্যাপেল পরবর্তীতে আইফোন ৫সি নিয়ে আসছে বলে যে খবর জানা গিয়েছিল সে বৈশিষ্ট্যের ফোনটি হয়তো নয়। তার বদলে আসছে ৪ইঞ্চি সহ ভিন্ন তিনটি আকারের আইফোন।
share on