আগামীকাল থেকে দেশের বাজারে আইফোন ৬

Thursday, November 20 2014
আগামীকাল থেকে দেশের বাজারে আইফোন  ৬
আগামীকাল থেকে দেশের বাজারে আইফোন ৬


মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির হাত ধরে আগামীকাল দেশের বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের আলোচিত স্মার্টফোন আইফোন ৬আইফোন ৬ প্লাস। গত সেপ্টেম্বরে ঘোষণার পর থেকে সারা দুনিয়ার সবচেয়ে আলোচিত স্মার্টফোনে পরিণত হয় আইফোন ৬। ওদিকে অ্যাপলের ফ্যাবলেট লাইন-আপে প্রথমবারের মতো বাজারে আসে আইফোন ৬ প্লাস । প্রথম সপ্তাহেই "বেন্ডগেট" বা বেঁকে যাওয়ার প্রবণতার জন্য ব্যাপক আলোচিত হয় ফোনটি। কয়েকদিনের মধ্যে ৩ কোটিবারের অধিকবার ইউটিউবে দেখা হয় এ সংক্রান্ত ভিডিও। তবে সকল সমালোচনা স্বত্বেও অ্যাপলের এই প্রিমিয়াম ফোন কিন্তু বিক্রির দিক দিয়ে শীর্ষেই ছিল সারা বিশ্ব জুড়ে। দেশের বাজারে ফোনটির ব্যাপক চাহিদার কারণে দাম ছিল আকাশছোঁয়া। প্রাথমিকভাবে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিক্রেতারা সংস্করণভেদে দাম হাঁকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

আইফোন ৬ - গ্রামীণফোন অফার
আইফোন ৬ - গ্রামীণফোন অফার


আইফোন ৬ - ১৬ ও ৬৪ গিগাবাইট এবং ৬ প্লাস ১৬ গিগাবাইট সংস্করণে পাওয়া যাবে দেশের বাজারে। গ্রামীণফো ও রবি উভয়েই ১৬ গিগাবাইট আইফোন ৬-এর মূল্য নির্ধারণ করেছে ৭৩৮২৫ টাকা।

ছবি : গ্রামীণফোন
share on