ফিংগারপ্রিন্ট স্ক্যানারসহ আসছে অপ্পো এনথ্রি

Wednesday, October 22 2014
ফিংগারপ্রিন্ট স্ক্যানারসহ আসছে  অপ্পো এনথ্রি
ফিংগারপ্রিন্ট স্ক্যানারসহ আসছে অপ্পো এনথ্রি


অপ্পো আগামী ২৯ অক্টোবর বাজারে আনছে নতুন ফ্যাবলেট এন৩ যাতে যুক্ত থাকছে ফিংগার প্রিন্ট সেনসর। সম্প্রতি প্রতিষ্ঠানটি ওয়েবাসাইটে এ ফ্যাবলেটের যে প্রচারণা চালাচ্ছে তাতে আবারও স্পষ্ট করা হয়েছে যে এতে একটি ঘূর্ণায়মান ক্যামেরা থাকবে। ওয়েবসাইটের ছবিতে এই ক্যামেরার যন্ত্রাংশগুলিকে আলাদা আলাদা করে পর্যায়ক্রমিক ভাবে দেখানো হয়েছে।

গত সপ্তাহেও প্রকাশিত ছবিটির মতো এবারের ছবিটিতেও ফিংগারপ্রিন্ট স্পষ্ট ভাবে দেখা গেছে। এটি আছে ফ্যাবলেটটির পিছন ভাগে। অর্থাৎ হাত দিয়ে ফোনটি ধরলে তা নিশ্চিত ভাবে ব্যবহারকারীর তর্জনীকে স্পর্শ করবে। ছবিতে স্ক্যানারটি দেখা গেলেও তা প্রকৃত অর্থে কিভাবে কাজ করবে সে বিষয়টি এখনও অস্পষ্ট।

অপ্পোর এই ফিংগারপ্রিন্ট স্ক্যানারটি স্যামসাং এর গ্যালাক্সি স্মার্টফোন, এইচটিসি’র ওয়ান ম্যাক্স, অ্যাপেলের বিভিন্ন ডিভাইস অথবা সম্প্রতি অবমুক্ত হুআই অ্যাসেন্ড মেট৭ এ ব্যবহৃত সুইফ-স্ক্যানারের মত কিনা তা দেখতে কিছুদিন অপেক্ষা করতে হবে। মেট৭ এর স্ক্যানারটি ব্যবহারকারীদেরকে যথেষ্ট সন্তুষ্ট করেছে। তাই প্রত্যাশা অপ্পো এনথ্রি ব্যবহারকারীদের তার থেকে কম নয় বরং বেশী কিছুই দিবে।
share on