আইপ্যাড আসছে আজ?

বৃহস্পতিবার, অক্টোবর 16 2014 বাতাসে খবর ভাসছে যে, আইপ্যাড ৬ এই এলো বলে। অ্যাপেলের নতুন এই আইপ্যাডটি হয়তো আইপ্যাড ৬ নয়, আসবে অন্য নামে - আইপ্যাড এয়ার ২ কিম্বা নিউ আইপ্যাড এয়ার। সম্ভবত আজ ১৬ অক্টোবরই একে অবমুক্ত করা হবে।

প্রকৃতপক্ষে অ্যাপেল একে কি নামে ডাকবে তা এখনো অজানা। কখন এটির দেখা মিলবে, এর ডিজাইনই বা কেমন হবে, আকার, আকৃতি, বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা, এতে কি টাচ্ আইডি থাকবে? আদৌ কি এ বছর আইপ্যাডের কোন নতুন সংস্করণ বের হচ্ছে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন প্রযুক্তি দুনিয়ার মানুষের মনে। গুঞ্জনে আইপ্যাড এয়ার ২ ও আইপ্যাড মিনি ৩ এর অবমুক্তির তারিখ শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে এর ছবি। তবে সবই অসমর্থিত উৎস থেকে পাওয়া। অ্যাপেলের বিষয়ে গুজব কারখানা বিরামহীন ভাবে গল্প বুনেই চলেছে। আর এ মূহুর্তে তার সবগুলিই আন্দাজে ভবিষ্যতবাণী করা কথা। কারণ বরাবরের মতো অ্যাপেল সব খবর গোপনীয়তার কঠোর আবরণে ঢেকে রেখেছে। তবে এবার মনে হয় তাদের খবর গোপন রাখার কাজটি তেমন সূচালো ভাবে করা যায় নি। এখন পর্যন্ত নতুন আইপ্যাড ৬(অথবা এয়ার ২) এর একাধিক ডামি মডেলের ছবি পাওয়া গেছে। রটনা অনুসারে, নতুন আইপ্যাডে প্রথমবারের মতো যুক্ত হবে বার্স্ট মোড ফটোগ্রাফি সুবিধা। সব দেখে শুনে মনে হচ্ছে আইপ্যাড এয়ার-কে অ্যাপেলের ১৬ অক্টোবরের অনুষ্ঠানেই দেখতে পাওয়া যাবে। এমন মনে হওয়ার কারণ হল কোম্পানিটি দুর্ঘটনাবশতঃ সময়ের আগেই নতুন এই আইপ্যাডের ইউজার গাইডটি প্রকাশ করে ফেলেছিল যাতে ঘটনাটি ঘটার সূক্ষ্ম ইশারা আছে।

আইপ্যাড আসছে আজ!
আইপ্যাড আসছে আজ!
share on