সনি এক্সপেরিয়া ই৩ আসছে বাজেট-বান্ধব মূল্যে

বুধবার, সেপ্টেম্বর 17 2014 এই সেপ্টেম্বরের শুরুতেই সনি তার নতুন ডিভাইস এক্সপেরিয়া ই৩ অবমুক্ত করল। আর এ মাসের শেষ দিকেই তা ইন্ডিয়ার বাজারে পাওয়া যাবে। কিন্তু তারচেয়েও বড় খবর ই৩ সেখানে পাওয়া যাবে বাজেট-বান্ধব মূল্যে, ডুয়াল-সিম ও সিঙ্গেল-সিম, এই দু’টো সংস্করণে। সিঙ্গেল-সিমের দাম পড়ছে ১১,৭৯০ রুপি (১৯৪ ডলার) এবং ডুয়াল-সিম ১২,৭৯০ রুপি (২১০ ডলার)। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক( ফোর জি) সুবিধাযুক্ত অন্যতম বাজেট ফোন হতে যাচ্ছে এক্সপেরিয়া ই৩।

সনি এক্সপেরিয়া ই৩ আসছে বাজেট-বান্ধব মূল্যে
সনি এক্সপেরিয়া ই৩ আসছে বাজেট-বান্ধব মূল্যে


এক্সপেরিয়া ই৩ এর ডিসপ্লে ৪.৫ ইঞ্চি, প্রসেসর স্ন্যাপড্রাগন কোয়াডকোর, ক্যামেরা ৫ মেগা পিক্সেল, ব্যাটারি ২৩৩০ এমএএইচ, র‌্যাম ১ গিগাবাইট সাথে আছে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমরি। আর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট। গুগলের অ্যান্ড্রয়েড ওয়ানের সূচনার মাধ্যমে সাশ্রয়ী কিন্তু অগ্রসর অপারেটিং সিস্টেমের ফোনের ক্ষেত্রে জোর প্রতিযোগিতার সম্ভবনা দেখা দিয়েছে ভারতস‌হ সমগ্র দক্ষিণ এশিয়াজুড়ে।

এক্সপেরিয়া ই৩ - পূর্ণ স্পেসিফিকেশন
share on