এলজি জি৩ এলো বাংলাদেশে

Monday, September 15 2014 বাংলাদেশের বাজারে এখন এলজি জি৩ পাওয়া যাচ্ছে। এলজি’র ৫.৫ ইঞ্চি ডিসপ্লের এই অ্যান্ড্রয়েড কিটক্যাট স্মার্টফোনটি বাংলাদেশে পাওয়া যাবে ৫০,৯৯০ টাকায়। সাথে আছে বেশ কিছু আকর্ষণীয় অফার। একটি ফ্রি কুইক সার্কেল কভার থাকছে সবার জন্যে। বাংলালিংক গ্রাহকেরা জি৩ কিনতে পারবেন মাত্র ৪৬,৭৫০ টাকায়। আর ছয় মাসের ইএমআই মুল্য মাত্র সাড়ে আট হাজার টাকা প্রতি মাসে। যে কেউ প্রিবুকিং করতে পারেন এলজি বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে, তবে সেক্ষেত্রে ২৫শে সেপ্টেম্বরের মধ্যে গুলশান-২ অথবা বসুন্ধরা সিটি এলজি শোরুমে গিয়ে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে।

এলজি জি৩ এলো বাংলাদেশে
এলজি জি৩ এলো বাংলাদেশে


বর্তমানে বিশ্ব বাজারে স্পটলাইটে থাকা জি৩ তে আছে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ৩ গিগাবাইট র‌্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ এবং একটি ক্ষমতাধর ৩০০০ এমএএইচ ব্যাটারী। এই ব্যাটারীটি এমনই শক্তিধর যে, সারাদিনের যথেচ্ছ ব্যবহারের পরেও পরের দিন সকালের জন্যে পর্যাপ্ত চার্জ ধরা থাকবে। সমালোচকেরা এলজি জি ৩ এর সম্পর্কে এখন পর্যন্ত ইতিবাচক কথাই বলছেন। তারা একে অ্যান্ড্রয়েডের ‘নতুন সম্রাট’ বলে অভিহিত করেছেন। সাধারণতঃ দেখা যায় নতুন আইফোন রিলিজ হলেই মানুষ রাস্তায় লাইন দিয়ে তা কেনে কিন্তু এবার দেখা গেল অন্য চিত্র -ইংল্যান্ডের রাস্তায় লোকে নতুন আইফোনের জন্যে লাইন না দিয়ে, দিয়েছে এলজি জি ৩ কিনতে। সমালোচকেরা এর ডিসপ্লেকে সমসাময়িক অন্যান্য স্মার্টফোনের চেয়ে বেশি ভোট দিয়েছেন। কালো, রূপালী, তামাসহ সব আকর্ষণীয় রঙ আর দৃষ্টিনন্দন আকারের কারণে এলজি জি ৩ যে কারো নজর কাড়বে নিঃসন্দেহে।

প্রিবুকিং - এখানে

এলজি - সকল মোবাইল
share on