১০ই জুলাই ফাইভজি সংস্করণে আসছে রিয়েলমি ৮

১০ই জুলাই ফাইভজি সংস্করণে আসছে রিয়েলমি ৮
Highlight Features of Realme 8 5G
চলতি মাসের ১০ তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিয়েলমি ৮ ৫জি’ ও ‘স্পোর্ট স্মার্ট ওয়াচ২ সিরিজ’ উদ্বোধনী অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নিয়ে সদ্য অবমুক্ত ফাইভজি স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
‘রিয়েলমি ৮ ৫জি’ স্মার্টফোনটিতে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ৫জি প্রসেসর। রয়েছে ৯০ হার্জ ফুল এইচডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ট্রিপল ক্যামেরা সেট আপ এ থাকছে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামঞ্জস্যপূর্ণ ও নিখুঁত ডিজাইনের এই ডিভাইসটির রয়েছে আকর্ষণীয় স্লিম বডি এবং স্পিড লাইট ডিজাইন।
একই ইভেন্টে রিয়েলমি লঞ্চ করছে নতুন স্পোর্ট স্মার্ট ওয়াচ ‘রিয়েলমি ওয়াচ২ সিরিজ’। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চির কালার ডিসপ্লে ও ১০০টি স্টাইলিশ ওয়াচ ফেস। জিপিএস, রক্তে অক্সিজেন, হৃদ স্পন্দন শনাক্তকরণ ছাড়াও এতে থাকবে বিভিন্ন স্পোর্টস মোড ও স্মার্ট ফাংশন সুবিধা। ই-কমার্স প্ল্যাটফর্ম ই-ভ্যালির পক্ষ থেকে ‘রিয়েলমি ৮ ৫জি’ ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার।
Related News
View More
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড
নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড

রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং
রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং

ভিভো ওয়াই৫১ ২০২০
ভিভো ওয়াই৫১ ২০২০ - পূর্ণ স্পেসিফিকেশন