Login Now

Login with email

Forgot Password

ভিভো ফোন ক্রয়ে থাকছে এই ঈদ অফার

Admin
Publish On: Feb 24,2025 09:09 PM
153

ভিভো ফোন ক্রয়ে থাকছে এই ঈদ অফার

Highlight Features of Vivo V40

অন্যান্য বছরের মতো এবারও উৎসব উপলক্ষ্যে অফার আর ছাড় নিয়ে এসেছে একাধিক স্মার্টফোন ব্র্যান্ড। ভিভো ব্র্যান্ডের ৬টি স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে থাকছে ঈদ অফার। ২০ এপ্রিল থেকে এই অফারটি চলবে আগামী ৩মে পর্যন্ত।

ভিভো এক্স৭০প্রো, ভি২৩, ভি২৩ই, ওয়াই৩৩এস, ওয়াই২১টি এবং ওয়াই২১ মডেলের স্মার্টফোনগুলোর যেকোনোটি কিনলেই ক্রেতারা এই ঈদ অফারে অংশ নিতে পারবেন।

এই অফারে পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ফ্যান, কুকার, ইলেকট্রিক আয়রন, রাইস কুকার, জুসার ও মাল্টি প্লাগ। দ্বিতীয় পুরস্কার বিজয়ী একটি স্মার্টফোন কিনে আরেকটি স্মার্টফোন বিনামূল্যে পাবেন। অর্থাৎকেউ যদি ভি২৩ ৫জি কিনে দ্বিতীয় পুরস্কার পান, তাহলে তাকে বিনামূল্যে আরেকটি ভি২৩ ৫জি দেওয়া হবে।

তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ‘ভিভো লাকি গিফট’। লাকি গিফটগুলোর মধ্যে রয়েছে- স্পিকার, ভিভো ব্যাকপ্যাক, ভিভো ছাতা এবং টি-শার্ট। ভিন্ন ভিন্ন স্মার্টফোনের জন্য ভিন্ন ভিন্ন লাকি গিফট পাচ্ছেন গ্রাহকরা। ভিভো’র অনুমোদিত যেকোনো আউটলেট এবং ভিভো ই-স্টোর থেকে স্মার্টফোন কিনে তাৎক্ষণিকভাবে এই অফারে অংশ নেয়া যাবে।

Discussions