Login Now

Login with email

Forgot Password

দশ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি বিটিআরসি'র

Admin
Publish On: Feb 24,2025 08:20 PM
153

দশ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি বিটিআরসি'র

Highlight Features of Mycell SPIDER A5

দেশের সকল মোবাইল অপারেটর প্রতিনিধিগণের অংশগ্রহণে ৩১ মার্চ ২০২২ তারিখ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ২.৩ গিগাহার্জ ব্যান্ডের বরাদ্দযোগ্য ১০০ মেগাহার্জ (১০ মেগাহার্জের ১০টি ব্লক) এবং ২.৬ গিগাহার্জ ব্যান্ডের বরাদ্দযোগ্য ১২০ মেগাহার্জ (১০ মেগাহার্জের ১২টি ব্লক) এর তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়েছে।

১৫ বছরের জন্য মেগাহার্জ প্রতি ৬.৫০ মিলিয়ন মার্কিন ডলার চুড়ান্ত নিলাম মূল্য নির্ধারিত হয়েছে। এতে গ্রামীণফোন লিমিটেড ২.৬ গিগাহার্জ ব্যান্ড হতে ৬০.০০ মেগাহার্জ, রবি আজিয়াটা লিমিটেড ২.৬ গিগাহার্জ ব্যান্ড হতে ৬০.০০ মেগাহার্জ, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড ২.৩ গিগাহার্জ ব্যান্ড হতে ৪০.০০ মেগাহার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ২.৩ গিগাহার্জ ব্যান্ড হতে ৩০.০০ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দ গ্রহণ করেছে। ১৫ বছরের জন্য যার মূল্য ১.২৩৫ (ভ্যাট ব্যতীত) বিলিয়ন মার্কিন ডলার , যা বাংলাদেশি টাকায় ১০ হাজার ৬৪৫.৭০ কোটি টাকা।

সর্বশেষ হিসাব অনুযায়ী অপারেটরভিত্তিক গ্রামীণফোন লিমিটেডের মোট একসেস তরঙ্গ ৪৭.৪০ মেগাহার্জ হতে ১০৭.৪০ মেগাহার্জে উন্নীত হবে। রবি আজিয়াটা লিমিটেড এর মোট একসেস তরঙ্গ ৪৪.০০ মেগাহার্জ হতে ১০৪.০০ মেগাহার্জে উন্নীত হবে। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এর মোট একসেস তরঙ্গ ৪০.০০ মেগাহার্জ হতে ৮০.০০ মেগাহার্জে উন্নীত হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মোট একসেস তরঙ্গ ২৫.২০ মেগাহার্জ হতে ৫৫.২০ মেগাহার্জে উন্নীত হবে।

নিলাম অনুষ্ঠানের বিডারদের ক্রম, বিরতিকালীন প্রদর্শন ও সার্বিক আইটি ব্যবস্থাপনায় ছিলেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস্ বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবীর এবং তরংগের মুল্য হিসেব ব্যবস্থাপনায় ছিলেন লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু।

এবারের নিলামে ২.৩ গিগাহার্জ ও ২.৬ গিগাহার্জ ব্যান্ডদ্বয়ের তরঙ্গ মোবাইল অপারেটরদের অনুকূলে বরাদ্দকরণের নিমিত্ত ১৫ বছরের জন্য প্রতি মেগাহার্জ তরঙ্গের ভিত্তি মূল্য (Base Price) ৬.০ মিলিয়ন মার্কিন ডলার সরকারের পুর্বানুমতি গ্রহণ সাপেক্ষে নির্ধারন করা হয়েছিল। এক্ষেত্রে, অপারেটরকে নতুন প্রাপ্ত তরঙ্গের মোট অধিগ্রহণ মূল্যের ১০ শতাংশ ৩০ জুন ২০২২ এর মধ্যে পরিশোধ করতে হবে, তবে সংশ্লিষ্ট অপারেটরকে ১ জুলাই ২০২২ হতে ১ জানুয়ারি ২০২৩ এর মধ্যে মূল তরঙ্গ বরাদ্দ পত্র কমিশন হতে গ্রহণ করতে হবে মর্মে সুযোগ দেওয়া হয়েছে। [বিজ্ঞপ্তি]


Discussions