কবে আসবে অ্যাপল কার?

কবে আসবে অ্যাপল কার?
Highlight Features
তর্কবিতর্কের অবসান ঘটিয়ে অ্যাপল এর প্রথম বৈদ্যুতিক গাড়িতে যৌথভাবে কাজ করতে পারে অ্যাপল-হুন্দাই।সংবাদমাধ্যম অ্যাপলইনসাইডার এর এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল এর প্রথম গাড়িটি হুন্দাই এর ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানবাহনের প্লাটফর্ম ই-জিএমপি (ইলেকট্রিক গ্লোবাল মডুলার প্লাটফর্ম)এর উপর ভিত্তি করে তৈরি হবে। টিএফ সিকুরিটিস এর বিশ্লেষক মিং-চি-কুও অ্যাপল এর নির্ভরযোগ্য সুত্র হিসেবে এই প্রতিবেদনের সত্যতা স্বীকার করে জানান, সম্ভাব্য ২০২৫ সাল নাগাদ অ্যাপল-কার বাজারে আসতে যাচ্ছে। কুও দাবি করেন, অ্যাপল এর প্রথম গাড়িটি হুন্দাই এর সাথে একত্রে উৎপাদিত হবে, এবং হুন্দাই এ গাড়ির উপাদান এবং নকশায় অগ্রণী ভুমিকা নেবে ।
হুন্দাই দাবি করে, ই-জিএমপি ভিত্তিক ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানবাহন পুরো চার্জে প্রায় ৫০০ কিলোমিটার যেতে সক্ষম। দ্রুত গতির চার্জ সম্বলিত এ ব্যাটারি মাত্র ১৮ মিনিটেই প্রায় ৮০% চার্জ নিতে সক্ষম। তবে গাড়ির মাইলেজ ও চার্জের গতি অনেক ক্ষেত্রেই নকশার উপর নির্ভরশীল।
রয়টার্স সুত্রমতে, হুন্দাইয়ের অনেক নির্বাহী মনে করেন অ্যাপলের সাথে কাজ করা সবসময় দুর্দান্ত ফল দেয়- এমনটা নয়। তাই, অ্যাপল ও হুন্দাই এর যৌথভাবে এ প্রকল্পে কাজ করা নিয়ে এর নির্বাহী পর্যায়ে কিছুটা বিভক্তি ও ছিল। তবে বর্তমানে, অ্যাপল-হুন্দাই এর যৌথ প্রকল্প অ্যাপল-কারের বাজারে আশার সময়কে সংক্ষিপ্ত করবে বলেই মনে করা হচ্ছে।
Related News
View More
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড
নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড

রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং
রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং

ভিভো ওয়াই৫১ ২০২০
ভিভো ওয়াই৫১ ২০২০ - পূর্ণ স্পেসিফিকেশন