উবার রাইডের পেমেন্ট বিকাশ করলে মিলছে ডিসকাউন্ট!

উবার রাইডের পেমেন্ট বিকাশ করলে মিলছে ডিসকাউন্ট!
Highlight Features of Mycell iRON1
উবার কার অথবা মটো রাইড সেবার বিল বিকাশে পরিশোধ করলে গ্রাহক পাচ্ছেন ১৫% করে প্রতি রাইডে ৬০ টাকা পর্যন্ত ছাড়। ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত অফার চলাকালীন ৩ বারে মোট ১৮০ টাকা পর্যন্ত ছাড় পাবেন একজন গ্রাহক।
অফারটি পেতে গ্রাহককে তার বিকাশ অ্যাকাউন্টটি উবারের পেমেন্ট পদ্ধতির তালিকায় সেইভ করতে হবে। প্রথমে উবার অ্যাপের মেন্যু থেকে ওয়ালেট অপশন সিলেক্ট করে অ্যাড পেমেন্টে ট্যাপ করতে হবে। তারপর বিকাশ আইকনে ট্যাপ করে পরবর্তী কয়েকটি ধাপ অনুসরণ করলেই যুক্ত হয়ে যাবে বিকাশ পেমেন্ট অপশন। অ্যাকাউন্ট যুক্ত হওয়ার পর গ্রাহক প্রয়োজনমত পেমেন্ট করতে পারবেন কোন ক্যাশ টাকার লেনদেন ছাড়াই।
রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবারে বিকাশ পেমেন্ট যুক্ত হওয়ার পর থেকে অসংখ্য গ্রাহক ক্যাশ লেনদেন ছাড়াই নিরাপদে ভাড়া পরিশোধের এই সেবাটি গ্রহণ করেছে। ভাংতি টাকার ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে ভাড়া পরিশোধের এই পদ্ধতি গ্রহকদের এনে দিয়েছে বাড়তি স্বস্তি।
Related News
View More
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন
ডেস্কটপেও যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বায়োমেট্রিক অথেনটিকেশন

নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড
নিরাপদে দেশে রেমিট্যান্স প্রেরণে মাস্টারকার্ডের নতুন উদ্যোগ হোমসেন্ড

রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং
রোলেবল-স্লাইডেবল ডিসপ্লের ফোন নিয়ে আসছে স্যামসাং

ভিভো ওয়াই৫১ ২০২০
ভিভো ওয়াই৫১ ২০২০ - পূর্ণ স্পেসিফিকেশন